বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুপুরে ফাঁকা ঢাকা

  •    
  • ২৩ জুলাই, ২০২১ ১৫:৫৩

রাজধানী ঘুরে দেখা যায়, প্রধান সড়কে ভিড় না থাকলেও গলির রাস্তায় এখনও জটলা বেঁধে আছে। অনেক এলাকার গলির ভেতর চায়ের দোকান খোলা দেখা যায়। সেখানে চায়ে চুমুক দিয়ে সাধারণ মানুষকে আড্ডা দিতে দেখা যায়।

ঈদের ছুটি-পরবর্তী কঠোর লকডাউনের প্রথম দিন সকালে রাজধানীর সড়কে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় দেখা গেছে। তবে দুপুর নাগাদ এ ভিড় কমতে শুরু করে। লকডাউন ছাড়াও শুক্রবার ছুটির দিন হওয়ায় ঘরে অনেকেই সময় পার করছেন স্বজনদের সঙ্গে।

রাজধানী ঘুরে দেখা যায়, প্রধান সড়কে ভিড় না থাকলেও গলির রাস্তায় এখনও জটলা বেঁধে আছে। অনেক এলাকার গলির ভেতর চায়ের দোকান খোলা দেখা যায়। সেখানে চায়ে চুমুক দিয়ে সাধারণ মানুষকে আড্ডা দিতে দেখা যায়।

শুক্রবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, কলেজ গেট, ফার্মগেট, মিরপুর, গাবতলী, কল্যাণপুর, শ্যামলী, শাহবাগ, কারওয়ান বাজার, মগবাজার, মৌচাক, কাকরাইল, মতিঝিল ও বাড্ডা ঘুরে দেখা যায়, সকালের দিকে রাস্তায় ঢাকায় ফেরা মানুষের ভিড় থাকলেও দুপুরে তা কমে যায়।

বাড্ডা এলাকার রিকশাচালক মিজান মিয়া নিউজবাংলাকে বলেন, ‘আইজকা সকালে রাস্তায় ভালোই লোকজন দেখছি। দুপুর হইতেই মানুষের চাপ কইমা গেছে। সকাল থেইকা দুপুর পর্যন্ত আমি রাস্তায় আছি।

‘সকালে গ্যারাম থেইকা ঢাকায় আইছে মানুষ। হ্যাগো ভিড় ছিল রাস্তায়। পরে মানুষ কইমা এহন একদম খালি।’

রাজধানী ঘুরে দেুখা যায়, ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আরোপ করা সরকারের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে রাস্তায় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা।

বিধিনিষেধের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে তাদের। এ ছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্টে গাড়ি থামিয়ে চালানো হচ্ছে তল্লাশি। সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হচ্ছে ঘর থেকে বের হওয়ার কারণ।

রাজধানীর সদরঘাট, আর কে মিশন রোড, টিকাটুলী, মতিঝিল, বনশ্রীসহ বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল থেকেই টহল দিতে দেখা যায় সেনাসদস্যদের।

কিছু জায়গায় চেকপোস্টে পুলিশের পাশাপাশি সেনাসদস্যদেরও চোখে পড়ে। তবে চেকপোস্টের চেয়ে টহল দিতে বেশি দেখা যায় তাদের।

লকডাউনের প্রথম দিনের সার্বিক পরিস্থিতি জানতে চাইলে ট্রাফিক পুলিশের মিরপুর জোনের এডিসি সোহেল রানা নিউজবাংলাকে বলেন, ‘সরকারের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। রাস্তায় মানুষ ও গাড়ির সংখ্যা দুইটাই কম।

‘আমার কাছে মনে হচ্ছে এবার এমনিতেই রাস্তায় গাড়ির চাপ কম থাকবে। লকডাউন শতভাগ নিশ্চিত করতে পারব। আমরা সকাল থেকেই গাড়ি চেক করছি।’

সকালে রাস্তায় ঢাকায় ফেরা মানুষের ভিড়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সকাল পর্যন্ত দূরপাল্লার বাস ও লঞ্চের কারণে মানুষের একটু চাপ ছিল। মানবিক কারণে তাদের ছাড় দেয়া হয়েছে। বেশির ভাগ যাত্রী নেমে বাসায় হেঁটে গেছেন। এখন রাস্তা ফাঁকা।’

এ বিভাগের আরো খবর