বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাটের আবর্জনায় বাড়ছে মশা

  •    
  • ২৩ জুলাই, ২০২১ ১৪:১৯

আফতাব নগর এলাকায় যত্রতত্র গরুর গোবরসহ আবর্জনা পড়ে আছে। কোথাও কোথাও বৃষ্টির পানি জমেছে, তাতে মশার লার্ভা দেখা যাচ্ছে। হাটে পশু বেঁধে রাখার বাঁশ খোলা হয়নি এখনও।

কোরবানির পশুর হাট শেষ হলেও রয়ে গেছে আবর্জনা। হাটের অপরিচ্ছন্ন জায়গায় এখন বাড়ছে মশা-মাছি। ঢাকায় হাট সমাপ্তির দুদিন পরও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি এলাকা।

রাজধানীর আফতাব নগর ও মেরাদিয়া হাট ঘুরে শুক্রবার দেখা গেছে, বিশাল এলাকাজুড়ে পড়ে আছে পশুখাদ্যের পরিত্যক্ত অংশ। পশুর বর্জ্য ও নানা আবর্জনায় অপরিচ্ছন্ন পরিবেশ। এসব এলাকা যেন এখন মশা উৎপাদনের কারখানা।

স্থানীয়রা অভিযোগ করছেন, প্রচণ্ড দুর্গন্ধ, আর মশার উৎপাতে এসব এলাকায় টিকে থাকা দায় হয়েছে। এমনিতেই হাট করা হয়েছিল আবাসিক এলাকার পাশে। এখন হাট শেষে কেউ আর আবর্জনা জমে থাকার দায় নিচ্ছে না।

সিটি করপোরেশন থেকে শতভাগ পরিচ্ছন্নতার কথা দাবি করা হলেও সরেজমিনে ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। কোরবানির বর্জ্য অপসারণে যতটা তৎপর ছিলেন পরিচ্ছন্নতাকর্মীরা, ঠিক ততটাই উদাসীন হাটের ব্যাপারে। হাট শেষ হলেও সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ হয়নি। হাটসংশ্লিষ্ট এলাকাতেই হয়েছে অনেক পশুর কোরবানি। সেসবের রক্ত, আবর্জনা সরেনি দুই দিনেও।

আফতাব নগর এলাকায় যত্রতত্র গোবরসহ আবর্জনা পড়ে আছে। কোথাও কোথাও ময়লা পানি জমেছে, তাতে মশার লার্ভা দেখা যাচ্ছে। হাটে পশু বেঁধে রাখার বাঁশ খোলা হয়নি এখনো।

মেরাদিয়া হাটের কিছুটা পরিষ্কার করা হলেও সড়কের পাশে ডাস্টবিনে পড়ে আছে কয়েক দিনের জমা করা পচা দুর্গন্ধময় আবর্জনা। এ সড়ক দিয়ে যাতায়াত করা লোকজনকে নাক চেপে পাড়ি দিতে হচ্ছে এলাকাটি।

আফতাব নগর এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, ‘হাট শেষ হলেও কোনো ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেয়া হয়নি। ময়লা পড়ে আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। ময়লা-আবর্জনা যেভাবে ছিল, সেভাবেই পড়ে আছে। আর সন্ধ্যার পর মশার উৎপাতে টেকা দায়।’

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি চাকরিজীবী আরেক বাসিন্দা বলেন, ‘সিটি করপোরেশন থেকে শতভাগ পরিষ্কারের দাবি করা হলে, আমাদের হাসি পেয়েছে। কারণ আমাদের এলাকায় তো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজই করা হয়নি। নোংরা পরিবেশ হয়ে আছে।’

এলাকার রিকশাচালক ছমির উদ্দিন বলেন, ‘মেলা দুর্গন্ধ, টিকতে পারি না। রাইত হইলে তো মশার কামড়ে বসাই যায় না। লাখ লাখ মশা এখন।’

স্থানীয় বাসিন্দারা জানান, রামপুরার আফতাব নগর এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনে, আর রামপুরা খালের অপর পাশে মেরাদিয়া হাটটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে।

কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত কর্মীরা অজ্ঞাত কারণে হাট এলাকাতে যাননি। বিভিন্ন আবাসিক এলাকার পশুর বর্জ্য অপসারণ করা হলেও তারা হাটের দিকে নজর দেননি।

এ বিভাগের আরো খবর