বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাড়িমুখী মানুষের চাপ সদরঘাটে

  •    
  • ২২ জুলাই, ২০২১ ১১:৩৮

ঢাকা ছেড়ে যাওয়াদের বেশির ভাগই নিম্ন আয়ের মানুষ। দীর্ঘদিন লকডাউন থাকবে- এমন বিষয় মাথায় রেখে তারা ঢাকা ছাড়ছেন। ঢাকায় থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকে বাড়ি যাচ্ছেন। লকডাউনে তাদের রোজগার বন্ধ থাকবে- এই আশঙ্কা থেকে শহর ছাড়ছেন তারা।

ঈদের দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছেন অনেক মানুষ। সরকারঘোষিত লকডাউনের কারণে যখন মানুষের ঢাকায় ফেরার কথা, ঠিক তখনই উল্টো চিত্র। বৃহস্পতিবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে বাড়ি ফেরা মানুষের ঢল।

সরকারের আগাম ঘোষণা দেয়া কঠোর লকডাউনের ঠিক আগের দিন মানুষের ঢাকা ছাড়ার এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে শ্রমিক-কর্মচারী ও দিনমজুরদের মধ্যে। দীর্ঘদিন কর্মহীন থাকতে হবে- এমন ভাবনাতেই তারা বাড়ির দিকে ছুটছেন।

ঈদের পরদিন বৃহস্পতিবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে সকালেই দেখা যায় মানুষের আনাগোনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। ঈদের আগে লঞ্চে যাত্রীর চাপ বেশি থাকায় অনেকে নিরিবিল বাড়ি ফেরার জন্য এমন সময় বেছে নিয়েছেন। আর লকডাউনের কারণে ঢাকায় ‘বন্দি’ হয়ে থাকার চেয়ে কেউ কেউ গ্রামের বাড়িতে থাকাকে নিরাপদ ভাবছেন।

ঈদের ছুটি শেষে শুক্রবার থেকে পূর্বঘোষিত লকডাউন শুরুর কথা রয়েছে। এই বিষয়কে মাথায় রেখে ঢাকা ছাড়ছেন নিম্ন আয়ের মানুষেরা।

সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায়, সেখানে চাঁদপুর, চরভৈরব, লক্ষ্মীপুর, শৌলা, মুলাদি, দেউলা, নাজিরপুর, লালমোহন, ভোলা ও বরিশালগামী যাত্রীদের ভিড় বেশি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন নিউজবাংলাকে বলেন, ‘আমাদের কাছে লকডাউনের ঘোষণা চলে এসেছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে সব বন্ধ থাকবে। তার আগে ভোর পর্যন্ত লঞ্চ চলাচল করবে।’

সদরঘাট লঞ্চ টার্মিনালের নৈশপ্রহরী সুমন জানান, বৃহস্পতিবার ভোরে যেসব লঞ্চ সদরঘাটে পৌঁছেছে, তাতে যাত্রীসংখ্যা ছিল কম। আর সকালে বেড়েছে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ভিড়।

তিনি বলেন, ‘সকাল থেকে লঞ্চ টার্মিনালে ভিড় করতে শুরু করেছেন অনেকে। কিন্তু দক্ষিণাঞ্চলের রুটগুলোর বেশির ভাগ লঞ্চ ছাড়ে সন্ধ্যায়। দুপুরের পর ভিড় বাড়বে।’

লঞ্চ টার্মিনালের ভেতরে অপেক্ষমাণ যাত্রী মতিয়ার হোসেন। যাবেন চাঁদপুর। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি বাড়ি ফিরছেন।

ঢাকা ছাড়ার কারণ বিষয়ে তিনি নিউজবাংলাকে বলেন, ‘ঈদের আগে ভিড় ছিল, তাই ঝুঁকি নিতে চাইনি। এ ছাড়া লকডাউন শুরু হবে, সে সময় ঢাকায় থাকা সম্ভব না। তাই বাড়ি যাচ্ছি।’

সদরঘাট লঞ্চ টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, এখন ঢাকা ছেড়ে যাওয়াদের বেশির ভাগই নিম্ন আয়ের মানুষ। দীর্ঘদিন লকডাউন থাকবে এমন বিষয় মাথায় রেখে তারা ঢাকা ছাড়ছেন। ঢাকায় থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকে যাচ্ছেন। লকডাউনে তাদের রোজগার বন্ধ থাকবে- এই আশঙ্কা থেকে শহর ছাড়ছেন তারা।

ঢাকায় মিরপুরে একটি হোটেলে কাজ করেন সুমন হোসেন। তিনি যাবেন বরিশালে। ঈদের আগে বাড়ি যেতে পারেননি। লকডাউনে সব বন্ধ থাকবে- এমন বিবেচনা করে ঢাকা ছাড়ছেন তিনি।

সুমন নিউজবাংলাকে বলেন, ‘বাড়ি যাচ্ছি ভাই, ঈদের আগে যাইতে পারি নাই। লকডাউন দিব এইটা শুইনা মালিকরে কইছি- বাড়ি যামুগা। কাজ শুরু হইলে তখন আবার বইলেন।’

ঢাকার গুলিস্তানে রিকশাভ্যানে করে কাপড় বিক্রি করেন কাওসার হোসেন। তিনি মাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন ভোলা।

কাওসার বলেন, ‘এভাবে তো ভাই চলা যায় না। সময় নাই, অসময় নাই, সব বন্ধ করে দেয়। ঈদের আগে যাইতে পারি নাই। ব্যবসা বন্ধ। আবার লকডাউন দিব, তাই যাইতেছি গা।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে চলাচলের জন্য নির্দেশনা দিলেও তা মানতে অনীহা দেখা যায় যাত্রীদের মাঝে। তারা সামাজিক দূরত্ব রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। এমনকি বেশির ভাগ যাত্রী মাস্ক সঙ্গে রাখলেও সুযোগ পেলেই খুলে রাখছেন।

এ বিভাগের আরো খবর