বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জঙ্গিরা শক্তিশালী হয়ে উঠছে, পুলিশের সতর্কতা

  •    
  • ২০ জুলাই, ২০২১ ১৩:৩৩

দেশে জঙ্গি তৎপরতা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, ’এখন তারা (জঙ্গিরা) আগের চেয়ে শক্তিশালী বোমা তৈরি করছে। আমরা গত কয়েক দিনে যে বোমা উদ্ধার করেছি তা অনেক শক্তিশালী। যেগুলো বিস্ফোরণ হলে একটা ম্যাসাকার হয়ে যেত। তাদের এখন সক্ষমতা বেড়েছে। তারা এখন এই ধরনের লোককে প্রশিক্ষিত করে বোমা তৈরির কাজ করছে।’

দেশে জঙ্গিদের সক্ষমতা আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) মো. শফিকুল ইসলাম। বলেছেন, জঙ্গিদের বানানো বোমা এখন আগের চেয়ে শক্তিশালী। তবে তাদের দমনে পুলিশও বসে নেই।

কোরবানির ঈদ উপলক্ষে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে দেশে জঙ্গি তৎপরতা নিয়ে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার শফিকুল।

তিনি বলেন, ‘আমি কমিশনার হওয়ার আগে জঙ্গিরা এই শহরের পাঁচটি পুলিশ চেকপোস্টে বোমা হামলা করেছিল। তবে সেই বোমার কার্যকারিতা অনেক কম ছিল। কারণ সেগুলো অল্প কাজ জানা লোক তৈরি করেছিল। পুলিশের সদস্যরা সামান্য আহত হয়েছিলেন।

‘তবে এখন তারা আগের চেয়ে শক্তিশালী বোমা তৈরি করছে। আমরা গত কয়েক দিনে যে বোমা উদ্ধার করেছি তা অনেক শক্তিশালী। যেগুলো বিস্ফোরণ হলে একটা ম্যাসাকার হয়ে যেত। তাদের এখন সক্ষমতা বেড়েছে। তারা এখন এই ধরনের লোককে প্রশিক্ষিত করে বোমা তৈরির কাজ করছে।’

তবে ঈদ ঘিরে জঙ্গিদের হামলার তেমন সম্ভাবনা নেই জানিয়ে শফিকুল ইসলাম বলেন, ‘আমরা প্রস্তুত আছি এবং সতর্ক আছি; আমরা বসে নেই। কোনো ঘটনা ঘটার আগেই আমরা সঙ্গে সঙ্গে সেটি ব্যর্থ করে দিচ্ছি।’

ভারতে সম্প্রতি তিনজন বাংলাদেশি জঙ্গি ধরা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা ইন্ডিয়ার সঙ্গে তথ্য আদান-প্রদান করি। আমরা ইন্ডিয়ার সরকারকে জানাই, যদি আমাদের এখান থেকে কোনো জঙ্গি সেখানে যায়, একইভাবে ইন্ডিয়া থেকে তথ্য পাই। এই তিনজন ছেলে জিহাদের জন্য ভারতে গিয়েছিল সেটি আমরা তাদের জানিয়েছিলাম।’

শফিকুল ইসলাম জানালেন, ঈদকে কেন্দ্র করে রাজধানীতে তিন ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পশুর হাটকেন্দ্রিক নিরাপত্তার ক্ষেত্রে অজ্ঞান ও মলম পার্টি থেকে ব্যাপারীদেরকে সুরক্ষা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

ঈদ উপলক্ষে জাল টাকা থেকে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। জানান, জাল টাকা রোধে ডিএমপির টিম কাজ করছে। সেই সঙ্গে প্রতিটি বড় হাটে ব্যাংকের বুথে এবং বড় অঙ্কের টাকাসহ কাউকে গন্তব্যে পৌঁছে দিতে রয়েছে পুলিশের এসকর্ট টিম।

ঈদের জামাত ঘিরে প্রতিবারের মতো এবারও রাজধানীতে কড়া নিরাপত্তা থাকবে বলে জানান ডিএমপি কমিশনার। বলেন, মেটাল ডিটেক্টর ভেতর দিয়ে ঈদগাহে প্রবেশ করতে হবে। ভেতরে সাদা পোশাকে পুলিশ থাকবে। যতক্ষণ জামাত ততক্ষণ পুলিশ থাকবে।

ঈদের ছুটিতে যারা বাড়ি যাচ্ছেন তাদের উদ্দেশে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পুলিশের দ্বারা লাখ লাখ ঘর পাহারা দেয়া সম্ভব না। তাই বাসা বাড়ির প্রাথমিক নিরাপত্তা তাদেরকেই নিশ্চিত করতে হবে।

এসময় যেসব চোরের উপদ্রব বেড়ে থাকে সেগুলোর জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা গ্রিলকাটা চোর গ্রেপ্তার করেছি। আমাদের টিম গত ১৫ দিন ধরে কাজ করছে। আমরা তালিকা তৈরি করে করে অপরাধীদের আটক করছি। আপনারা যারা বাড়িতে যাচ্ছেন তারা বাসার নিরাপত্তা কর্মীকে ভালোমতো বলে যাবেন। যোগাযোগ করবেন। বেশি সম্পদ থাকলে তা আত্মীয়ের বাসায় রেখে যান।’

এ বিভাগের আরো খবর