লবণ ভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিশেষ অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।
আটককৃতরা হলেন—বাচ্চু মিয়া ও সুলতান মাহমুদ।
এরা সম্পর্কে দুলাভাই ও শ্যালক। তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান জানান, ‘আন্তঃজেলায় চলাচলকারী একটি লবণভর্তি ট্রাকের মধ্যে ইয়াবা নিয়ে আসছে বলে তথ্য পাই।’
‘এ তথ্যের ভিত্তিতে খিলক্ষেত কুরাতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাকটি আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকের বিভিন্ন পার্টসের মধ্যে ও সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় দেড় কোটি টাকা।’
তিনি আরও বলেন, ‘আটককৃতরা দীর্ঘদিন ধরে বগুড়ার শেরপুর থেকে ১৪ থেকে ১৫ টন চাল কক্সবাজারের উখিয়া ও টেকনাফ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যেত। ফেরার পথে ইয়াবা সংগ্রহ করে ঢাকা, গাজিপুর, রাজশাহী, রংপুর ও বগুড়া অঞ্চলের ইয়াবা কারবারীদের কাছে পৌঁছে দিত। এবার নাপিতখালি, টেকনাফ থেকে ১৩.৫ টন লবণ নিয়ে আসার সময় এই বিপুল পরিমাণ ইয়াবা কৌশলে বহন করে নিয়ে আসে।’
মশিউর রহমান বলেন, ‘আসন্ন ঈদুল আযহার সময় চামড়া সংরক্ষণের জন্য প্রচুর পরিমাণে লবণের দরকার হয়। সেজন্য ঈদুল আযহার সময় লবণ একটা অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ বিবেচনা করে হাইওয়ে পুলিশ, জেলা এবং মেট্রোর ট্রাফিক পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা করে থাকে। এই সুযোগকে কাজে লাগিয়ে আটককৃতরা বিশাল এই চালান নিয়ে আসছিল।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা এর আগে তিনটি চালান কৌশলে পৌঁছে দেয়ার কথা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও গোয়েন্দা এই কর্মকর্তা জানান।