বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কর্মহীন মানুষের পাশে বিসিএস নবম ব্যাচ

  •    
  • ১৬ জুলাই, ২০২১ ১৪:১৬

কর্মহীন মানুষের ৪ শ পরিবারকে দেয়া হয়েছে চাল, ডাল, তেল, চিনি, আলু, লবণ, সেমাইসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় উপকরণ। যা দিয়ে চার সদস্যের একটি পরিবারের এক সপ্তাহ চলবে বলে আশা করছেন ফোরাম নেতৃবৃন্দ।

মানবিক সহায়তা নিয়ে আবারও কর্মহীন দিনমজুরদের পাশে দাঁড়িয়েছে বিসিএস নবম ব্যাচ ফোরাম।

ঢাকার ভাটারায় শুক্রবার ফোরামের কল্যাণ তহবিল থেকে ৪০০ পরিবারের জন্য মানবিক সহায়তা দেয়া হয়েছে।

করোনাভাইরাসের উচ্চগতির সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুররা। পরিবার পরিজন নিয়ে তারা অসহায় হয়ে পড়েছেন। এমন অসহায় মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বিসিএস নবম ব্যাচ ফোরাম।

কর্মহীন মানুষের ৪ শ পরিবারকে দেয়া হয়েছে চাল, ডাল, তেল, চিনি, আলু, লবণ, সেমাইসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় উপকরণ। যা দিয়ে চার সদস্যের একটি পরিবারের এক সপ্তাহ চলবে বলে আশা করছেন ফোরাম নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার তত্ত্বাবধানে খাদ্য সহায়তা বিতরণে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, পরিকল্পনা বিভাগের সচিব মো. জয়নুল বারীসহ ফোরামের অন্যান্য কর্মকর্তারা।

ত্রাণ বিতরণ শেষে আয়োজিত অনুষ্ঠানে ফোরাম নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠন ও ব্যক্তিকে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে গত ২৪ এপ্রিল ঢাকার ধোলাইপাড় এলাকায় বিসিএস নবম ব্যাচ ফোরামের উদ্যোগে কর্মহীন মানুষের জন্য মানবিক সহায়তা দেয়া হয়। তখনও চার ‘শ পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

এ বিভাগের আরো খবর