দক্ষিণ কেরানীগঞ্জের ভাগৈইর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে লেগে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।
এরা হলেন, রাজু আহমেদ, দুই বোন জান্নাত ও রোজা, রাজুর বোন শারমিন আক্তার এবং তাদের চাচাত ভাই হাবিবুর রহমান হাবিব।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাতেই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করানো হয়।
হাবিবের বাবা মোতালেব জানান, রাতে রাজু খাবার গরম করতে গেলে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ছড়িয়ে তারা দগ্ধ হন।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, ‘রাজু আহমেদের শরীরের ৩০ শতাংশ, জান্নাতের ২৬ শতাংশ, রোজার ৪৬ শতাংশ, শারমিন আক্তাররের ১০ শতাংশ এবং হাবিবের ৩০ শতাংশ পুড়ে গেছে। এদের সবার অবস্থাই আশঙ্কাজনক।’
দগ্ধ রাজু কেরানীগঞ্জের ভাগৈইর এলাকার মালয়েশিয়া প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে। রাজু ও হাবিব দুজনই একটি প্রাইভেট গ্যাস কোম্পানিতে সিলিন্ডার সেলসে চাকরি করেন।