টিকটক চক্রের মাধ্যমে ভারতে পাচার হওয়া তরুণীকে নির্যাতনের মূলহোতা টিকটক হৃদয়ের অন্যতম সহযোগী অনিক হাসান ওরফে হিরো অনিককে রিমান্ড ফেরত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
রোববার বিকেলে ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম নিভানা খায়ের জেসির আদালত এ আদেশ দেয়।
এর আগে গত ৬ জুলাই ডাকাতির অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির পৃথক দুই মামলায় তাকে চারদিনের রিমান্ডে পাঠায় আদালত।
সেই রিমান্ড ফেরত আজকে তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।
শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে একই মামলায় আরও চারজন কারাগারে রয়েছেন।
গত ৫ জুলাই হাতিরঝিল এলাকা থেকে তাদেরকে আটক করেন র্যাব। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, পাঁচটি ধারালো অস্ত্র এবং তিনশ ইয়াবা জব্দ করা হয়।
জানা যায়, রাজধানীর হাতিরঝিলে বেড়াতে এসে ব্ল্যাকমেইলের শিকার এক প্রেমিকযুগলের অভিযোগ পেয়ে র্যাবের গোয়েন্দা দল মাঠে নামে। র্যাব জানতে পারে, অনিক হাসান ওরফে হিরো অনিক কিশোর অবস্থাতেই অপরাধ চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। রাজধানীর মগবাজার, হাতিরঝিল এলাকায় ছিল তার উৎপাত। মাদকব্যবসা, আধিপত্য বিস্তার, ছিনতাই সবকিছুর সঙ্গে সে যুক্ত ছিল। ২০-২৫ জন সদস্য নিয়ে অপরাধের একটি চক্র ছিল তাদের।
তার বিরুদ্ধে রয়েছে ৯টি মামলা। এ ছাড়া ভারতে বাংলাদেশি তরুণীকে নির্যাতনের ঘটনায় জড়িত টিকটক হৃদয়ের সঙ্গে ছিল তারা।