বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উত্তর ঢাকায় ৩২ মামলায় আড়াই লাখ টাকা জরিমানা

  •    
  • ১১ জুলাই, ২০২১ ১৮:৫৭

অভিযানের সময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সকলকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে জমা পানি ফেলে দেয়ার আহ্বান ও করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে ভ্রাম্যমাণ আদালতের ৩২টি মামলায় ২ লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন পরিচালিত আদালত ৫টি মামলায় ৮ হাজার ৭০০ টাকা, একই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহরিয়ার রহমান পরিচালিত আদালদ ৬টি মামলায় ১৩ হাজার ৬০০ টাকা আদায় করেছে।

৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত আদালত ৬টি মামলায় ৯৬ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন পরিচালিত মোবাইল কোর্টে একটি মামলায় এক লাখ টাকা আদায় করেছে।

৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত আদালত দুটি মামলায় ১৫ হাজার টাকা, ৭ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ আদালদ ৭টি মামলায় ৪ হাজার ১০০ টাকা, ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদ আলী পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছে।

এ সময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সকলকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে জমা পানি ফেলে দেয়ার আহ্বান ও করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

এ বিভাগের আরো খবর