শাটডাউনের দশম দিনে সবশেষ তথ্য অনুযায়ী, রাজধানীর সড়কে ৩৬১টি গাড়ির মালিককে জরিমানা করা হয়েছে ৯ লাখ ৪ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১২ জনকে জরিমানা করা হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা। এ সময় ৭৯১ জনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম।
তিনি জানান, ‘শনিবার সন্ধ্যা পর্যন্ত বিধিনিষেধ না মানায় মোট গ্রেপ্তার করা হয়েছে ৭৯১ জনকে। এ ছাড়া মোবাইল কোর্টে ২১২ জনকে জরিমানা করা হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা।
‘সড়কে ৩৬১টি গাড়ির মালিককে জরিমানা করা হয়েছে ৯ লাখ ৪ হাজার ৫০০ টাকা।’
করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ মোকাবিলায় সরকার ১ জুলাই থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করে, যা পরিচিতি পেয়েছে শাটডাউন হিসেবে। পরবর্তীতে এই লকডাউন আরও সাত দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।
এ সময়ে জরুরি পরিষেবার দপ্তর ছাড়া সব ধরনের সরকারি-বেসরকারি অফিস বন্ধ রয়েছে। সরকারের এ নিষেধাজ্ঞা যারা মানছেন না, তাদের পেলেই ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৯ দিনে জরিমানা দেড় কোটি টাকা
রাজধানীতে শাটডাউনের প্রথম দিন থেকে নবম দিন পর্যন্ত বিধিনিষেধ অমান্য করার অভিযোগে ৫ হাজার ৮৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয় ১ কোটি ৫৯ লাখ ৬৬ হাজার ৮৩২ টাকা।
ডিএমপির জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম ৯ দিনের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার ও জরিমানার বিষয় জানান।