৫০০ দৃষ্টিপ্রতিবন্ধীকে ঈদবস্ত্র, খাদ্যসামগ্রী ও নগদ অর্থসহায়তা দিয়েছে যুবলীগ।
করোনায় বিপর্যস্ত অসহায়-দুস্থদের মাঝে খাদ্যসহায়তার আওতায় শনিবার মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ কর্মসূচি পালিত হয়। যুবলীগের পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল খাদ্য ও নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘একসময় আমাদের এই সমাজে দৃষ্টিপ্রতিবন্ধী, বাকপ্রতিবন্ধী, শ্রবণপ্রতিবন্ধী বা পক্ষঘাত প্রতিবন্ধীদের অভিশাপ হিসেবে ধরা হতো। কিন্তু বঙ্গবন্ধুকন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পরম মমতায় কোনো ধরনের প্রতিবন্ধীই আজ সমাজের অভিশাপ নয়। তারা আজ আমাদের দেশের সম্পদ।
‘শেখ হাসিনার আমলে কোনো প্রতিবন্ধীই উপেক্ষিত নয়। সমাজে তাদের সাধারণ মানুষের মতোই সম্মান দিয়েছেন তিনি। বিভিন্ন প্রতিবন্ধীর কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। যেকোনো সংকটে সব সময় প্রতিবন্ধীদের পাশে থাকবে যুবলীগ।’
অনুষ্ঠানে উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার দৃষ্টিপ্রতিবন্ধীদের করোনা টিকার আওতায় নিয়ে আসার অনুরোধ জানান। জবাবে মাইনুল হোসেন খান নিখিল আশ্বস্ত করেন, প্রতিবন্ধীদের জন্য আলাদাভাবে টিকার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে জানানো হয়েছে।