রাজধানীতে শাটডাউনের নবম দিনে সর্বশেষ তথ্য অনুযায়ী, সড়কে ৪১৪টি গাড়িকে জরিমানা করা হয়েছে ৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত ১২৯ জনকে জরিমানা করেছে ১ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা।
এ সময় ৫৮৫ জনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম।
তিনি জানান, ‘শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিধিনিষেধ না মানায় মোট গ্রেপ্তার করা হয়েছে ৫৮৫ জনকে। এ ছাড়া মোবাইল কোর্টে ১২৯ জনকে জরিমানা করেছে ১ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা।’
‘সড়কে ৪১৪টি গাড়িকে জরিমানা করা হয়েছে ৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা।’
করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ মোকাবিলায় সরকার ১ জুলাই থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করে, যা পরিচিতি পেয়েছে শাটডাউন হিসেবে। পরবর্তীতে এই লকডাউন আরও সাত দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।
এ সময়ে জরুরি পরিষেবার দপ্তর ছাড়া সব ধরনের সরকারি-বেসরকারি অফিস বন্ধ রয়েছে। সরকারের এ নিষেধাজ্ঞা যারা মানছেন না, তাদের পেলেই ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।