কলাবাগান থানায় করা সন্ত্রাস বিরোধ আইনের এক মামলায় মনির খান নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে ফের হেফাজতে পেয়েছে পুলিশ।
তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার মনির খানের বিরুদ্ধে ফের দুই দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) জুলফিকার আলী। তার তিন দিনের রিমান্ড শুরু হয়েছিল ৫ জুলাই থেকে।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্যমহানগর আদালতের (সিএমএম) হাকিম সত্যব্রত শিকদারের আদালত একদিনের রিমান্ডের আদেশ দেয়।
গত ২৯ জুন রাতে র্যাব-২ এর অভিযানে গ্রেপ্তার হন মো. মনির খান। র্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি দল রাত সাড়ে ৮টার দিকে কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় অভিযান চালায়। অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মনির খানকে উগ্রবাদী বই ও লিফলেটসহ আটক করা হয়।
র্যাব আরও জানায়, মনির খান জঙ্গি সংগঠনটির সামরিক শাখার একজন সক্রিয় সদস্য। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই ও প্রচারপত্র বিলি করে নতুন সদস্য সংগ্রহের কাজ করে আসছিলেন। তার সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক পুস্তিকা, লিফলেট থেকে জঙ্গিবাদের সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া মনির খান বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত নতুন সদস্য সংগ্রহ এবং তাদের জিহাদের পক্ষে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার কাজ করতেন। তার বিরুদ্ধে কলাবাগান থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়।