রাজধানীর হাতিরঝিল থেকে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদসহ গ্রেপ্তার দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম শাহিনুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়।
আসামিরা হলেন কানাডা প্রবাসী নাগিব হাসান অর্ণব এবং তাইফুর রশিদ জাহিন।
এদিন তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের জন্য আবেদন করেন।
আসামিদের পক্ষে রিমান্ড বাতিলের আবেদন করেন তাদের আইনজীবীরা। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের পুলিশের হেফাজতে নিয়ে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এর আগে বুধবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে নিষিদ্ধ মাদক ‘ম্যাজিক মাশরুম’ ও বিদেশি মদসহ আসামিদের আটক করে র্যাব।
এ সময় তাদের কাছ থেকে ম্যাজিক মাশরুমের পাঁচটি বার এবং দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব বলছে, বিদেশ থেকে চকোলেট হিসেবে আসছে ম্যাজিক মাশরুম। সেটি গোপনে বিক্রি করছে একটি চক্র। পাউডার, ক্যাপসুল হিসেবেও পাওয়া যায় এ মাদক।
সংস্থাটি বলছে, এটি ব্যবহারের পর সেবনকারীর নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না। এটি সেবনের পর ছাদ থেকে লাফিয়েও পড়তে পারেন কেউ কেউ। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়া যুবকদের মধ্যে কয়েকজন দেশে এ মাদক নিয়ে আসছেন।