আদেশে বলা হয়েছে, ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আবুল কালামকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কিশোর শীলকে গোয়েন্দা ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করেছে সংস্থাটি। একই সঙ্গে বদলির আদেশ স্থগিত করা হয়েছে আরও এক কর্মকর্তার।
বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আদেশে বলা হয়েছে, ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আবুল কালামকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কিশোর শীলকে গোয়েন্দা ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
একই আদেশে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ কাজী সাহানকে গোয়েন্দা ওয়ারী বিভাগে বদলির আদেশে স্থগিত করে ক্যান্টনমেন্ট থানাতেই বহাল রাখা হয়েছে।