মগবাজারে বিস্ফোরণের ঘটনায় সুভাষ চন্দ্র সাহা নামে আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।
তিনি সোমবার গভীর রাতে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন সিটিটিসি পুলিশ পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার। তিনি বলেন, সুভাষ মগবাজারের ঘটনার শিকার হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি ছিলেন। গত রাতে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, মৃতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে তার ছেলের কাছে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হলো।
সুভাষ সাহার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। তিনি মৃত মনমোহন সাহার ছেলে। ইসলামপুরে থাকতেন। বাসে যাওয়ার সময় তিনি এই দুর্ঘটনায় পড়েন। ৬২ বছর বয়সী সুভাষ সাহার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।