বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাটডাউন বাড়ানোর দিনে রাস্তায় ভিড়

  •    
  • ৫ জুলাই, ২০২১ ১৬:৪৮

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান শাটডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর দিনই রাস্তাঘাটে ভিড় বাড়তে দেখা গেল। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে শাটডাউনের বিধিনিষেধ।

সূর্যের আলো ঝলমলিয়ে উঠেছে রাজধানীতে। সাত দিনের বিধিনিষেধের পঞ্চম দিনে সোমবার প্রথম চার দিনের তুলনায় রাজধানীর সড়কগুলোতে বেড়েছে যানবাহন ও সাধারণ মানুষের সংখ্যা।

কোনো কোনো চেকপোস্টে যানবাহনের দীর্ঘ সারিও দেখা গেছে। গত চার দিন ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সোমবার খুলেছে। ব্যক্তিগত গাড়ি বেশি চোখে পড়েছে রাস্তায়।

সোমবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, সায়েন্সল্যাব, নিউমার্কেট, কলেজ গেট, শাঁখারীবাজার, তাঁতীবাজার, বাবুবাজার, ফার্মগেট, মিরপুর, গাবতলী, কল্যাণপুর, শ্যামলী, শাহবাগ, কারওয়ান বাজার, মগবাজার, মৌচাক, কাকরাইল, মতিঝিল ও বাড্ডা ঘুরে দেখা যায়, মানুষ ও যানবাহনের চাপ গত চার দিনের তুলনায় বেশি।

কারওয়ান বাজার এলাকার রিকশাচালক মিজান মিয়া নিউজবাংলাকে বলেন, ‘গত কয়েক দিনের থেইকা আইজকা ভালোই লোকজন দ্যাখতাছি। আইজকা ভাড়াও পাইছি ভালো। সকাল থেইকা দুপুর পর্যন্ত আমি রাস্তায় আছি। মানুষের কী দোষ? হ্যারা তো কামের লাইগাই বাইরায়।’

রাজধানী ঘুরে দেখা যায়, সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে রাস্তায় রয়েছেন পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। বিধিনিষেধের প্রথম দিন থেকেই বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে তাদের। এ ছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্টে গাড়ি থামিয়ে চালানো হচ্ছে তল্লাশি। সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হচ্ছে, ঘর থেকে বের হওয়ার কারণ। উপযুক্ত কারণ না থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

রাস্তায় যানবাহনের পরিমাণ বাড়লেও চেকপোস্টগুলোতে পুলিশকে সক্রিয় অবস্থায় দেখা যায়। মালিবাগ, মৌচাক, ফার্মগেট, গাবতলী, কলেজগেট, কল্যাণপুর, টেকনিক্যাল মোড়, মিরপুর-১০ ও বাড্ডা চেকপোস্টে গাড়ির জটলা দেখা যায়। অপ্রয়োজনে বের হওয়া গাড়িগুলোকে মামলা দেয়া হচ্ছে।

লকডাউনের পঞ্চম দিনে মানুষ ও গাড়ির সংখ্যা বাড়ার কারণ জানতে চাইলে ট্রাফিক পুলিশের মিরপুর জোনের এডিসি সোহেল রানা বলেন, ‘গত চার দিনে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক বন্ধ ছিল। আজ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে তাই সড়কে মানুষ ও গাড়ি দুটোই বেড়েছে। আমরা প্রতিদিনের মতোই চেকপোস্টে আমাদের অভিজান চালিয়ে যাচ্ছি।’

বিভিন্ন চেকপোস্টে দীর্ঘ লাইনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সবাইকে চেক করতে গেলে একটু সময় তো লাগবেই। মানুষজন একটু বিরক্তবোধ করতে পারেন। এটা মেনে নেয়া ছাড়া আর কোনো উপায় নাই। ঢাকা শহরে প্রচুর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এগুলো চালু থাকলে রাস্তায় গাড়ি ও মানুষের সংখ্যা বাড়বেই।’

সোমবার পঞ্চম দিনে রাজধানীর বেশ কিছু সিগন্যালে গাড়িগুলোকে অপেক্ষা করতে দেখা গেছে। কোথাও কোথাও চার থেকে ছয় মিনিট পর্যন্ত অপেক্ষা করতে দেখা যায়। প্রধান সড়কে গাড়ি বেশি চোখে পড়লেও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের আড্ডাও চোখে পড়েছে। অনেক এলাকায় দেখা যায় চায়ের দোকান খোলা। মানুষ চায়ের কাপে চুমুক দিচ্ছেন, সঙ্গে আড্ডা।

সরকারের বিধিনিষেধ অমান্য করে অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে প্রথম দিন ৫৫০ এবং দ্বিতীয় দিন ৩২০, তৃতীয় দিনে ৬২১ এবং চতুর্থ দিনে ৬১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান শাটডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর দিনই রাস্তাঘাটে ভিড় বাড়তে দেখা গেল। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে শাটডাউনের বিধিনিষেধ।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে গত বৃহস্পতিবার থেকে চলছে এক সপ্তাহের কঠোর লকডাউন, যা সব মহলে পরিচিতি পেয়েছে শাটডাউন নামে।

শাটডাউন নিয়ে মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাটডাউনের সময়টায় কেউ অকারণে ঘর থেকে বের হতে পারবেন না। এমন কাউকে পাওয়া গেলে নেয়া হবে আইনানুগ ব্যবস্থা। এই বিধিনিষেধ এবারও কার্যকর থাকছে।

এ বিভাগের আরো খবর