মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকার আকাশ থেকে অঝোরে বৃষ্টিপাত হয়েছে সকালে। ভারী এ বর্ষণ আরও দুই থেকে তিন ঘণ্টা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সারা দেশেই কম-বেশি বৃষ্টিপাত হয়েছে রোববার। ঢাকায় বৃষ্টির পরিমাণ এখনও জানা যায়নি।
আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, দেশের বেশির ভাগ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ কারণে দেশের নদীবন্দরগুলোতে আগের মতোই ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আব্দুল কালাম মল্লিক দুপুর ১২টার দিকে নিউজবাংলাকে বলেন, ‘মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টি হচ্ছে। বাতাসের গতিবেগ একদম নেই। আর এটি লোয়ার লেভেল থেকে মেঘ বরাবর।
‘এতে বাতাসের মুভমেন্ট হচ্ছে খুব স্লোলি। আর এতে ঢাকার আকাশ বরাবর মেঘমালা ঘণীভূত হচ্ছে, যার কারণেই ঢাকায় এত বৃষ্টি। এটা ঘণ্টা দুই থেকে তিনের মধ্যে কিছুটা কমবে।’
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায়।
পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গা এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।