বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মগবাজারে বিস্ফোরণ: মামলা কাউন্টার টেরোরিজম ইউনিটে

  •    
  • ৪ জুলাই, ২০২১ ০১:৩১

মামলার তদন্তভার সিটিটিসি কেন নিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। তারা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন।’

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মামলার তদন্তভার রমনা থানার কাছ থেকে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট গ্রহণ করেছে।

শনিবার রমনা থানা-পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার সিটিটিসি বুঝে নেয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘মগবাজারে বিস্ফোরণ মামলার তদন্ত করবে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম। আজকে তারা এই তদন্তভার নিয়েছে।’

মামলার তদন্তভার সিটিটিসি কেন নিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। তারা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন।’

রোববার সন্ধ্যায় মগবাজার এলাকায় মূল সড়কঘেঁষা একটি তিনতলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। আকস্মিক বিস্ফোরণ ও তা থেকে সৃষ্ট বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের কয়েকশ মিটার এলাকা। বেশ কিছু ভবনের কাচ ভেঙ্গে যায় শব্দের প্রচণ্ডতায়।

সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিস্ফোরণের পর সেটির শকওয়েভ ও উচ্চ শব্দের কারণে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিক তদন্তে একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গ্যাসলাইনের লিকেজ থেকে মগবাজারের তিনতলা ভবনের নিচতলার কোনো কক্ষে মিথেন গ্যাস জমা হয়েছিল। সেই গ্যাস কোনো দাহ্য পদার্থের সংস্পর্শে এসে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছে।

বিস্ফোরণের ২৪ ঘণ্টা পরও ভবনটির নিচতলায় ১২ শতাংশ মিথেনের উপস্থিতি পাওয়া গেছে। আর এত বিপুল পরিমাণের মিথেন শুধু গ্যাসের পাইপলাইন থেকেই পাওয়া সম্ভব বলে মনে করছেন তদন্তকারী কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ভবনটি প্রথমে আবাসিক ছিল। তখন মালিক হয়তো কারসাজি করে ভবনের পেছন থেকে মাটির নিচে দিয়ে এই চোরাই গ্যাসলাইন টেনেছিলেন। তারপর এটি যখন বাণিজ্যিক ভবন করে ফেলা হয়, তখন থেকে আর গ্যাস-সংযোগের প্রয়োজন পড়েনি। এমনও হতে পারে, লাইনটি তারা ম্যানুয়ালি বন্ধ করলেও এই চোরাই লাইন দিয়ে লিকেজ হয়ে গ্যাস নিচতলার কোথাও জমা হয়েছিল।

এ বিভাগের আরো খবর