পাওনা টাকা চাওয়ায় রাজধানীর আশুলিয়ায় বৃদ্ধ জয়নাল আবেদীনকে বালিশ চাপা দিয়ে হত্যা করার ৩৬ ঘণ্টার মধ্যে মামলার আসামি মো. রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার আনুমানিক সকাল সাড়ে ১০টায় হাজারীবাগ বউবাজার এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে র্যাব-১।
শনিবার বিকেলে র্যাব-১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মুত্তাকিম।
তিনি বলেন, গত ১ জুলাই আনুমানিক দুপুর ৩টায় আশুলিয়া ভাদাইল এলাকায় আব্দুল লতিফ ভান্ডারীর ভাড়া বাসায় টাকা লেনদেন সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম জয়নাল আবেদীনকে রুবেল বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম জয়নাল আবেদীন একজন অটোরিকশা চালক। বৃহস্পতিবার প্রতিদিনের মতো দুপুরে খাবার খেয়ে বাসা থেকে বের হন জয়নাল। রাত অনেক হয়ে গেলেও ভিকটিম বাসায় না ফেরায় তার পরিবার সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।
পরবর্তীতে তাদের পাশের বাসার ভাড়াটিয়া রুবেলের রুম তালাবদ্ধ দেখে ভিকটিমের পরিবারের সন্দেহ হয়। বাসা মালিকের মাধ্যমে রুবেলের মুঠোফোনে যোগাযোগ করলে রুবেল তার রুমে ঘুমাচ্ছে বলে জানায়।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মুত্তাকিম আরও বলেন, পরবর্তীতে ভিকটিমের পরিবার রুবেলের ঘরের জানালা দিয়ে খাটের নিচে ভিকটিমের মৃতদেহ দেখতে পায়। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে বিকাল ৩টায় আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই দিনই তার পরিবারের পক্ষ থেকে আশুলিয়া মডেল থানায় মামলা করা হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে র্যাব-১ তাৎক্ষনিকভাবে হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে দ্রুততার সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
রুবেলকে গ্রেপ্তারের বর্ণনা দিয়ে লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মুত্তাকিম বলেন, শনিবার আনুমানিক সকাল সাড়ে ১০টায় র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ বউবাজার এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে হত্যাকাণ্ডের ৩৬ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃত আসামী রুবেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণনা দিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, রুবেল রাজমিস্ত্রির কাজ করে। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।
ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরের পর জয়নাল আবেদীন রুবেলের রুমে পাওনা টাকা চাইতে যান। পাওনা টাকাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রুবেল ভিকটিম জয়নালকে বিছানায় ফেলে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং মরদেহটি খাটের নিচে রেখে রুম তালাবদ্ধ করে পালিয়ে যায়।