শাটডাউনের মধ্যেই হাতিরঝিলে জন্মদিন উদযাপন করতে গিয়ে পুলিশের চেকপোষ্টে ধরা পড়েছেন কয়েকজন যুবক। সরকারি বিধিনিষেধ না মেনে রাতে বের হওয়ায় তাদের জরিমানা গুনতে হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে হাতিরঝিলে এ ঘটনা ঘটে।
শুধু দিনে নয় রাতেও যেন কেউ জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় চলাচল করতে না পারে সেজন্য বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। পুলিশের পাশাপাশি র্যাবও চেকপোস্ট পরিচালনা করছে।
হাতিরঝিল রামপুরা অংশে চেকপোস্ট বসিয়েছে তেজগাঁও ট্রাফিক বিভাগ।
সার্জেন্ট রাসেল জানান, শাটডাউনে রাতের ঢাকা দেখতে অনেকেই বের হচ্ছেন। বিশেষ করে আসছেন হাতিরঝিল এলাকায়। জরুরি প্রয়োজন ছাড়া যাদেরকে রাস্তায় পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হয়েছে।
শুক্রবার রাতে পাঁচটি গাড়ির চালকের বিরুদ্ধে মামলা দিয়েছেন বলে জানান ট্রাফিকের এই কর্মকর্তা।
শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সড়কে চলাচলকারী যানবাহন ও ব্যক্তিদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে।
শাহবাগ এলাকায় চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা নিশ্চিত এবং শাটডাউন বাস্তবায়নে কাজ করছে শাহবাগ থানা পুলিশ।
চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক মো. রাশেদ নিউজবাংলাকে বলেন, শাহবাগ এলাকায় এই রাতে যারা চলাচল করছেন তাদের অধিকাংশই হাসপাতালে যাচ্ছেন বা হাসপাতাল থেকে ফিরছেন। এর বাইরে আর তেমন কোনো সাধারণ মানুষের চলাচল নেই।
শাহবাগ থেকে কাঁটাবন যাওয়ার পথে চেকপোস্ট বসিয়েছে র্যাব-৩। ভোর ৬টা পর্যন্ত তাদের এই চেকপোস্ট চলবে বলে জানান র্যাব-৩ এর ডিএডি মো. ফিরোজ খান।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার যে বিধি-নিষেধ আরোপ করেছে তা নিশ্চিত করার জন্য রাতেও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোত চেকপোস্ট রাখা হয়েছে বলে জানান ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ইফতেখায়রুল ইসলাম।