করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ ঠেকাতে শাটডাউনের নির্দেশনা অমান্য করায় আটকদের ছাড়াতে রাজধানীর মোহাম্মদপুর ও বাড্ডা থানার সামনে ভিড় করেছেন স্বজনরা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোহাম্মদপুর থানার সামনে প্রায় দেড় শতাধিক স্বজনকে অপেক্ষা করতে দেখা যায়।
মোহাম্মদপুর থানার সামনে কথা হয় সেখানকার বাসিন্দা মো. নাসিমের সঙ্গে। তার বাড়ি রায়ের বাজারে বুদ্ধিজীবী গেটের পাশে।
তিনি বলেন, ‘আমার বোনের স্বামী মো. সামসুদ্দিন। বয়স ২৫। তাকে আজ সন্ধ্যায় রহিম ব্যাপারী ঘাট থেকে আটক করে পুলিশ। তার মুখে মাস্ক ছিল না।
‘আটকের পর রাত ১০টায় আমরা পরিবারের লোকজন থানায় আসছি। পুলিশ ছাড়ব ছাড়ব বলেও ছাড়ছে না।’
স্বামীর জন্য থানার সামনে অপেক্ষা করছিলেন তাসনিম। তার বাসা মোহাম্মদপুর হাউজিং লিমিটেডে। তার স্বামী আবুল কায়েস মুদি দোকান চালাতেন রাজিয়া সুলতানা রোডে। দোকান থেকে তাকে আটক করা হয় বলে অভিযোগ তাসনিমের।
তিনি বলেন, ‘দোকান খোলায় তাকে আটক করা হয়েছে। দুপুরে যখন আটক করা হয়, তখন থেকে আমি থানার সামনে। আমার ভাই, ভাগনে, ভাসুরও আমার সঙ্গে আছে।’
রায়ের বাজারের সাদেক খান রোডে আব্দুল মোমেনের দোকান। বাদশা এন্টারপ্রাইজ নামে দোকানটি থেকে তার কর্মচারী মোহাম্মদ আলীকে আটক করা হয় সকাল ১০টার দিকে।
তিনি অভিযোগ করেন, মুদি দোকান খোলা রাখার কারণেই তাকে আটক করেছে পুলিশ।
তিনি বলেন, ‘আটকের পর পরই আমি থানায় এসেছি। এখনও থানার সামনেই আছি। পুলিশ বলছে ছেড়ে দেবে, কিন্তু এখনও ছাড়ছে না।’
মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী কমিশনার মাহিন ফরায়েজি বলেন, ‘সারা দিনে আটকদের স্বজনরা থানার সামনে এসেছেন। খোঁজ-খবর নিচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক আছে।’
বাড্ডা থানায়ও স্বজনদের ভিড়
শাটডাউনের নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে ২৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটকদের ছাড়াতে রাত ৯টার দিকে থানার সামনে ভিড় করেন স্বজনরা। পুলিশ তাদের থানার সামনে ভিড় না করতে অনুরোধ করলে তারা সেখান থেকে চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ‘শাটডাউনের নির্দেশনা অমান্য করায় ২৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বয়োবৃদ্ধ ও অপ্রাপ্তবয়স্ক পাঁচজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
‘আটকদের স্বজনরা থানার সামনে এসেছিল, আমরা তাদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি।’
রাজধানীতেই আটক ৫৫০ জন
সরকারের দেয়া শাটডাউনের বিধি-নিষেধ মানাতে বৃহস্পতিবার প্রথম দিনে শুরু থেকেই তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন অমান্য করা সারা দিনে শুধু রাজধানীতেই ৫৫০ জনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম জানান, ডিএমপি অর্ডিন্যান্সে এই ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।