বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশ সেনাবাহিনীর পর বিজিবি

  •    
  • ১ জুলাই, ২০২১ ১৭:২৭

ভাটারা থানার সামনে বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন। তারা গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে মানুষজনের কাছ থেকে বাইরে আসার কারণ জানতে চাইছেন। যাদের মুখে মাস্ক নেই, তাদের মাস্ক পরার জন্য বলছেন। এ ছাড়া মূল সড়কগুলোতে রিকশা যাতে সারিবদ্ধভাবে চলে, সে বিষয়টিও খেয়াল রাখছেন।

কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতির লাগাম টানতে বৃহস্পতিবার সকাল থেকে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিজিবির সদস্যদের গাড়ি নিয়ে টহল দিতে দেখা যায়।

লকডাউনের প্রজ্ঞাপন আসার পরপরই রাজধানীসহ দেশজুড়ে ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছিলেন বিজিবির পরিচালক অপারেশন লে. কর্নেল ফয়জুর রহমান।

বৃহস্পতিবার তিনি বলেন, ‘রাজধানী ঢাকাসহ সারা দেশে জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

‘সর্বশেষ দুপুর ১২টা পর্যন্ত ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে লকডাউন বাস্তবায়নে ১০৬ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব দিয়েছে সরকার।’

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, ভাটারা থানার সামনে বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন। তারা গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে মানুষজনের কাছ থেকে বাইরে আসার কারণ জানতে চাইছেন।

যাদের মুখে মাস্ক নেই, তাদের মাস্ক পরার জন্য বলছেন। এ ছাড়া মূল সড়কগুলোতে রিকশা যাতে সারিবদ্ধভাবে চলে, সে বিষয়টিও খেয়াল রাখছেন।

রাজধানীর অধিকাংশ এলাকা জনমানবশূন্য। মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। সেনাবাহিনীর গাড়ি রাস্তায় দেখা গেছে। কোথাও কোথাও কয়েকজনকে দেখা গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে ঘরে যেতে বলছেন।

বৃহস্পতিবার থেকে সাত দিনের শাটডাউন বাস্তবায়নে এর আগে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীবও মোতায়েন করা হয়।

এ বিভাগের আরো খবর