বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপি নেতা আসলাম চৌধুরী রিমান্ডে

  •    
  • ৩০ জুন, ২০২১ ১৫:৪৬

আসলাম চৌধুরীর পক্ষের আইনজীবীরা জানান, আসামি দীর্ঘদিন ধরে জেলহাজতে রয়েছেন। তার অপরাধ হলো তিনি রাজনীতির সঙ্গে জড়িত। শুধুমাত্র এ কারণে তার বিরুদ্ধে এতো মামলা হয়েছে। যদি জিজ্ঞেসাবাদ করার প্রয়োজন হয়, তাহলে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেয়া হোক। কিন্তু এসব যুক্তি আমলে নেননি বিচারক।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে সমাবেশের নামে হেফাজতে ইসলামের তাণ্ডবে ইন্ধনের অভিযোগে রমনা থানায় পুলিশের করা মামলায় বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীকে একদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

ঢাকার অতিরিক্ত মুখ্যমহানগর (এসিএমএম) হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূর বুধবার দুপুরে এ আদেশ দেন।

এর আগে রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মাহফুজুল হক আসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

এ সময় আসলামের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তারা জানান, আসামি দীর্ঘদিন ধরে জেলহাজতে রয়েছেন। তার অপরাধ হলো তিনি রাজনীতির সঙ্গে জড়িত। শুধুমাত্র এ কারণে তার বিরুদ্ধে এতো মামলা হয়েছে। যদি জিজ্ঞেসাবাদ করার প্রয়োজন হয়, তাহলে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেয়া হোক।

রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধীতা করেন আদালতে রমনা মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই এল কে চৌধুরী।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসলামকে একদিনের রিমান্ডের আদেশ দেয়।

২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে জামায়েত ইসলামী, ছাত্রশিবির, বিএনপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন, দৈনিক বাংলার মোড় ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় রমনা, পল্টন ও মতিঝিল থানায় হেফাজত, জামায়েত, ছাত্রশিবির, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা করে পুলিশ।

এ বিভাগের আরো খবর