বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাটডাউনে কাঁচাবাজার রাস্তায়, আইন ভাঙলে ৬ মাস জেল

  •    
  • ৩০ জুন, ২০২১ ১৫:৩৩

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকায় যেসব বাজার, কাঁচাবাজার রয়েছে সেগুলোকে রাস্তার পাশে নিয়ে আসা হবে যাতে মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করতে পারেন। হোটেলগুলো শুধু খাবারের জন্য খোলা থাকবে; কেউ বসে খেতে পারবে না। এ ছাড়া আমরা অলিগলির কোনো দোকান খোলা রাখতে দেব না।’

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া শাটডাউনে ভিড় এড়াতে রাজধানীতে সড়কে বসানো হবে কাঁচাবাজার। এ সময় আইন ভেঙে কেউ বাইরে বের হলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।

শাটডাউন শুরুর আগের দিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান কমিশনার শফিকুল ইসলাম।

শাটডাউন বাস্তবায়নে ডিএমপির ব্যবস্থা নিয়ে কমিশনার শফিকুল বলেন, ‘কেউ অকারণে বের হলে আমরা জিজ্ঞাসাবাদ করব, প্রয়োজনে ম্যাজিস্ট্রেট নিয়ে ব্যবস্থা নেব। অকারণে বের হলেই বেশ আইনি ঝামেলায় পড়তে হবে। যানবাহন ব্যবহার করলে মোটরযান আইনে ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘আমরা দণ্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী কেউ বাইরে বের হলে জিজ্ঞাসাবাদ করব। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে, যেটি আমরা এর আগে কখনো করিনি।

‘এবারে আমরা এই অবস্থান পর্যন্ত যাব। আপনারা এমনও শুনতে পারেন ডিএমপি প্রথম দিন ৫ হাজার লোক গ্রেপ্তার করেছে। এবার আমরা অত্যন্ত শক্ত অবস্থায় থাকব।’

রাজধানীবাসীর উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ আইন প্রয়োগের ক্ষেত্রে যতটা কঠোর হবে, আপনার পরিবার-সন্তান ততটাই নিরাপদে থাকবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন। পুলিশের সাথে তর্কে-বিতর্কে জড়িয়ে আমাদেরকে ফাঁকি দিতে পারবেন।

‘পুলিশের কাজের ভিডিও করে ভাইরাল করে পুলিশকে সমালোচনার মুখে ফেলতে পারবেন। তবে সন্তান ও পরিবারকে সংক্রমণ থেকে দূরে রাখতে পারবেন না।’

সড়ক পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘সড়কে কোনো ধরনের যান্ত্রিক বাহন আমরা চলতে দেব না। তবে সংগত কারণ থাকলে বা নিত্যপ্রয়োজনীয় বাজারে যেতে হলে আমরা তাদের রিকশা ব্যবহারের অনুরোধ করব। স্বাস্থ্য অধিদপ্তরে আমাদের একটি বৈঠক হয়েছিল। সেখানে আইইডিসিআরের বিশেষজ্ঞরা বলেছেন যে, রিকশা খোলা থাকে বিধায় সংক্রমণের সম্ভাবনা কম। তাই রিকশা ব্যবহার করা যাবে।

‘তবে শুধু জরুরি কাজে রিকশা ব্যবহার করা যাবে। আমরা যদি মনে করি বউ-বাচ্চা নিয়ে ঘুরতে পার্কে যাওয়ার জন্য রিকশা ব্যবহার করব, সেটা হবে না।’

কাঁচাবাজার বসবে রাস্তায়

ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকায় যেসব বাজার, কাঁচাবাজার রয়েছে সেগুলোকে রাস্তার পাশে নিয়ে আসা হবে যাতে মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করতে পারেন। হোটেলগুলো শুধু খাবারের জন্য খোলা থাকবে; কেউ বসে খেতে পারবেন না। এ ছাড়া আমরা অলিগলির কোনো দোকান খোলা রাখতে দেব না।’

ডিএমপি কমিশনার অনুরোধ করেন, সাংবাদিকসহ অনুমোদিত যারা বাইরে বের হবেন, তারা যেন মাস্ক ও আইডি কার্ড নিয়ে বের হন।

আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের উদ্দেশে কমিশনার বলেন, ‘যারা বিদেশ থেকে ফিরবেন তাদের বহনের জন্য গাড়ি ব্যবহার করা যাবে। তবে আগত যাত্রীর পরিবারকে আমরা অনুরোধ করব, আপনারা গাড়ি দিয়ে বিমানবন্দরে না গেলেও চলবে।

‘কারণ বিমানবন্দরের পার্কিংয়ে যাত্রীদের জন্য পর্যাপ্তসংখ্যক গাড়ি রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের রাস্তায় পুলিশকে প্লেনের টিকিট এবং পাসপোর্ট প্রদর্শন করতে হবে।’

কুরিয়ার সার্ভিসের গাড়ির চলাচলের বিষয়ে কমিশনার বলেন, ‘গাড়িগুলো যেহেতু কুরিয়ার সার্ভিস কাভার্ডভ্যান ব্যবহার করে এবং যাত্রী পরিবহন করে না, সে ক্ষেত্রে তারা চলাচল করতে পারবে।’

ক্লাব ও বারের বিষয়ে তিনি বলেন, ‘ঢাকা ক্লাব হোক আর অফিসার্স ক্লাব—সব বন্ধ থাকবে। ঢাকার কোনো ক্লাব খোলা থাকবে না।’

অনেক ডায়াবেটিস রোগী প্রতিদিন পার্কে হাঁটতে যান। এ বিষয়ে পুলিশ কী করবে জানতে চাইলে কমিশনার বলেন, ‘ডায়াবেটিসের রোগীরা এমনি সংক্রমণের ঝুঁকিতে থাকেন। তাই আমি অনুরোধ করব তাদেরকে বাসার আশপাশের জায়গায় হাঁটাচলা করতে।’

এ বিভাগের আরো খবর