বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাটডাউনে অকারণে বের হলেই গ্রেপ্তার

  •    
  • ৩০ জুন, ২০২১ ১২:৩৬

ডিএমপি কমিশনার বলেন, ‘সঙ্গত কারণ ছাড়া অকারণে কেউ যদি ঘর থেকে বের হয়, তবে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হবে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ২৬৯ ধারায় মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হবে। আবার আদালতে না পাঠিয়ে মোবাইল কোর্ট দিয়ে তাদের তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা হবে।’

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউন বা শাটডাউনে অনুমোদিত কারণের বাইরে কেউ রাস্তায় বের হলে দণ্ডবিধির ২৬৯ ধারায় গ্রেপ্তার করা হবে। এই ধারায় সর্বোচ্চ শাস্তি ৬ মাসের জেল। এ সময়ে ভিড় এড়াতে কাঁচাবাজার বসবে রাস্তায়।

শাটডাউন শুরুর আগের দিন বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কমিশনার শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার বলেন, ‘সঙ্গত কারণ ছাড়া অকারণে কেউ যদি ঘর থেকে বের হয়, তবে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হবে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ২৬৯ ধারায় মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হবে। আবার আদালতে না পাঠিয়ে মোবাইল কোর্ট দিয়ে তাদের তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা হবে।’

ফৌজদারি দণ্ডবিধির ২৬৯ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি বেআইনিভাবে বা অবহেলামূলকভাবে এমন কোনো কাজ করেন যা জীবন বিপন্নকারী মারাত্মক কোনো রোগের সংক্রমণ ছড়াতে পারে, তা জানা সত্ত্বেও বা বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও তা করেন, তবে সেই ব্যক্তি ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে, অথবা অর্থদণ্ডে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

করোনাভাইরাসের বিস্তার রোধে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বুধবার।

শাটডাউন বাস্তবায়নে ডিএমপির ব্যবস্থা

১. ঢাকা মহানগরীর প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে পুলিশি টহল বাড়ানো হবে।

২. ঢাকা মহানগরীর প্রবেশ/বাহিরপথ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট ব্যবস্থাপনা জোরদার করা হবে।

৩. বিধিনিষেধ অমান্যকারীদের ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

৪. ক্ষেত্রবিশেষে ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী গ্রেপ্তারসহ নিয়মিত মামলা করা হবে।

৫. মহানগরী এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করা হবে।

এ বিভাগের আরো খবর