বর্ষা মৌসুম শুরু হলেও ঢাকার আকাশে মেঘ ছিল না টানা কয়েক দিন। অবশেষে মঙ্গলবার বৃষ্টি নেমেছে নগরীতে। দুপুরে সামান্য পরিমাণ হলেও বিকেলে অঝোর ধারায় বৃষ্টি নামে।
আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, সারা দেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে।
মঙ্গলবার দুপুর থেকেই ঢাকার আকাশ মেঘে ঢেকে যায়। দুপুরে এক পশলা বৃষ্টি হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েক দিন ধরে বৃষ্টির দেখা না থাকায় গরম বাড়তে থাকে। তবে গত কয়েক দিনে রাজধানীর মতো সারা দেশেও বৃষ্টিপাতের পরিমাণ কম ছিল।
বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। লকডাউনের কারণে বন্ধ রয়েছে গণপরিবহন। রিকশা ও ব্যক্তিগত গাড়ি ছাড়া সিএনজি চলাচলও বন্ধ। অফিস শেষে বাসায় ফিরতে ভোগান্তি পোহাতে হয় তাদের।
ঢাকার কয়েকটি সড়কে জলাবদ্ধতা তৈরি হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান নিউজবাংলাকে বলেন, আগামী দুই-তিন দিন ভারী বৃষ্টি হবে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে এখন কমবেশি বৃষ্টি হচ্ছে। আরও দুদিন এমন বর্ষণের পর বৃষ্টির দাপট কিছুটা কমতে থাকবে।
তিনি বলেন, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় একটু গরম অনুভূত হচ্ছে কয়েক দিন। এই সময়টাতে এমন হয়। বৃষ্টি হলে একটু ঠাণ্ডা ঠাণ্ডা ভাব থাকে। আবার না হলে গরম লাগে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।