রাজধানীর যাত্রাবাড়ী থেকে কিশোর গ্যাং অনিক-শাকিব গ্রুপের পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্র, মাদকসহ আটক করেছে র্যাব।
আটককৃতরা হলো মো. অনিক, মো. শাকিব, সাব্বির হোসেন, আমল ইসলাম সাহিল ও মো. রবিন।
র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, র্যাব জানতে পারে, যাত্রাবাড়ী এলাকায় কিশোর গ্যাং চক্রের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবন, এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি এবং বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
ওই সংবাদের ভিত্তিতে র্যাব-৩-এর একটি দল সোমবার রাত সোয়া ১১টায় যাত্রাবাড়ী এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে অনিক-শাকিব কিশোর গ্যাং চক্রের পাঁচজনকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা আধিপত্য বিস্তারের জন্য দলবদ্ধভাবে মোটরসাইকেলের মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
এ ছাড়া তারা মোটরসাইকেল ব্যবহার করে রিকশা, ভ্যান, সিএনজি ও বাসযাত্রীদের টার্গেট করে যাত্রীদের ব্যাগ-পার্টস ছিনতাই করে। তারা রাস্তায় দলবদ্ধভাবে দাঁড়িয়ে মাদক সেবন এবং উচ্ছৃঙ্খল আচরণ করে সাধারণ মানুষকে হয়রানি করে। অর্থ উপার্জনের জন্য তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিল।
আটককৃতদের কাছ থেকে ৯৫০ গ্রাম গাঁজা, দুটি সুইস গিয়ার চাকু, দুটি স্টিলের ব্যাটন, তিনটি মেটাল চেইন এবং তিনটি বক্সিং পাঞ্চার যন্ত্র জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন।