বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘যা আছিল, সব কাইপ্যা গেছে’

  •    
  • ২৭ জুন, ২০২১ ২৩:১১

বিকট আওয়াজ হইছে। আমি এই বাসে ছিলাম না, পেছনের বাসে ছিলাম। আওয়াজ টেরেন্সমিটার বেরাস্ট হইলে যেমন আওয়াজ হয় না, এর চেয়ে বড়। ওই বাসটাও কাইপ্যা গেছে। এই দিনে যা আছিল, সব কাইপ্যা গেছে: প্রত্যক্ষদর্শী সোলায়মান কবির

মগবাজারে বিস্ফোরণের ঘটনার বর্ণনায় উঠে এসেছে একজন প্রত্যক্ষদর্শীর বিবরণে। তার নাম সোলায়মান কবির। যেখানে বিস্ফোরণ ঘটেছে, তার অল্প কিছু দূরে একটি বাসে ছিলেন।

তার নাম সোলায়মান কবির। বিকট শব্দে বিস্ফোরণের কথা শুনে বাস থেকে নেমে দৌড়ে আসেন ঘটনাস্থলে।

জানান, ঘটনাটি ঘটে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। সে সময় তার মোবাইল ফোনে একটি কল এসেছিল। তাই সময়টা তার জানা আছে।

ঘটনা কীভাবে ঘটেছিল- এই প্রশ্নে তিনি বলেন, ‘পেছনে বাসের ভেতরে আছিলাম। নাইম্যা দৌড়াইছি, ফ্রেন্ডরে আমার শার্টটা দিয়া এই জায়গায় আসছি।

‘আইসা দেখি এইখানে দুইটা বাস, আর ওই পাশে একটা বাস। এইহানে মানুষ এইখান সেইখানে রাস্তায় পইরা ছিল।

‘আমরা মানুষ ধরাধরি কইরা মেডিক্যালে নিছি। তার পরে এই বাস থেইক্যা নেয়া হইছে তিন জন, আর এই বিল্ডিং থাইক্যা নেয়া হইছে চাইরজনকে। এর মধ্যে দুই জন মৃত। একটা প্রায় ১০ মাসের বাচ্চা, আরেকটা আট-১০ বছরের বাচ্চা, আরেকটা মহিলা। মহিলাডারে নেয়া হইছে আদদীন মেডিক্যালে। মহিলার কোলে ছিল ছোট বাচ্চাডা।’

কী হয়েছিল সেখানে? এমন প্রশ্নে সোলায়মান কবির বলেন, ‘বিকট আওয়াজ হইছে। আমি এই বাসে ছিলাম না, পেছনের বাসে ছিলাম। আওয়াজ টেরেন্সমিটার বেরাস্ট হইলে যেমন আওয়াজ হয় না, এর চেয়ে বড়। ওই বাসটাও কাইপ্যা গেছে। এই দিনে যা আছিল, সব কাইপ্যা গেছে।’

কেমন মানুষ আহত হয়েছে?- এমন প্রশ্নে সোলায়মান কবির বলেন, ‘আপনারে আমি সহজ ভাষায় বইল্যা দেই। লোকাল বাসে নরমালি লোক কত উঠে। যদি ৫০ কইরা ধরেন, তাইলে দেড়শ জন। হেগো অনেকেই আহত হইছে। আবার হকার আছিল, তারাও রাস্তায় পইড়া আছিল।’

এসে কী করলেন? জানতে চাইলে সোলায়মান কবির বলেন, ‘আমার সাথে আরও ১০/১২ জন পোলাপান ছিল। তারা সবাই মিল্যা মেডিক্যালে নিছি। মেডিক্যালের নামডা মনে নাই।’

তার ধারণা ঘটনার সূত্রপাত একটি ভবন থেকে। ক্ষতিগ্রস্ত ভবনটি দেখিয়ে বলেন, ‘যত সম্ভব এই বিল্ডিং থেকে। আমরা কেউ শিউর না কইথ্যেইক্যা হইছে। তবে এই বিল্ডিংটা বেশি ক্ষতিগ্রস্ত হইছে। এই কারণে এই বিল্ডিংটাকে বলা হইছে।’

এ বিভাগের আরো খবর