বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বোমাসদৃশ বিস্ফোরণ: ফায়ার সার্ভিস

  •    
  • ২৭ জুন, ২০২১ ২২:০৯

ঘটনাস্থল পরিদর্শনে এসে ফায়ার সার্ভিসের উপপরিচালক (ফায়ার) দেবাশীষ বর্ধন বলেন, ‘এটা অনেক বড় একটা বিস্ফোরণ। একটা বোমাসদৃশ শব্দ হয়েছিল। আশপাশের লোকজনের কাছ থেকে আপনারা জানবেন। আমরা জেনেছি, এটা বিশাল শব্দ হয়েছে। একটা বোমা ফাটলে যেমন বিস্ফোরণ ঘটে, সে রকম শব্দ হয়েছে।’

মগবাজারে বিস্ফোরণকে বোমাসদৃশ বিস্ফোরণের সঙ্গে তুলনা করছে ফায়ার সার্ভিস। তারা বলছে, এটা অনেক বড় বিস্ফোরণ ছিল; শব্দ হয়েছে বোমা ফাটার মতো।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার ওয়্যারলেস এলাকার আড়ংয়ের শোরুম ও রাশমনো হাসপাতালের মাঝামাঝি গলিতে এ বিস্ফোরণ ঘটে। এর ফলে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালান ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঘটনাস্থল পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের ফায়ার সার্ভিসের উপপরিচালক (ফায়ার) দেবাশীষ বর্ধন বলেন, ‘এটা অনেক বড় একটা বিস্ফোরণ। একটা বোমাসদৃশ শব্দ হয়েছিল। আশপাশের লোকজনদের কাছ থেকে আপনারা জানবেন। আমরা জেনেছি, এটা বিশাল শব্দ হয়েছে।’

‘একটা বোমা ফাটলে যেমন বিস্ফোরণ ঘটে, সে রকম শব্দ হয়েছে। এই ভবনের নিচতলা থেকে সূত্রপাত হতে পারে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনতলা একটি ভবনের নিচতলার শর্মা হাউস নামের রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এর ফলে ভবনের বিদ্যুতের জেনারেটরেও বিস্ফোরণ ঘটে। এ সময় রাস্তায় যানজটে আটকে থাকা তিনটি বাসসহ কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়।

ঘটনাস্থলে আহত বা নিহত অবস্থায় এখন কেউ নেই জানিয়ে দেবাশীষ বর্ধন বলেন, ‘এখানে শর্মা হাউস ও বেঙ্গল মিটের দোকান আছে। এখানে অসংখ্য ফ্রিজ থাকে। এখানে কী কারণে বিস্ফোরণ, আসলে নিচতলায় বিস্ফোরণ হয়েছে। আবার দোতলায় সিঙ্গারের একটি গোডাউন দেখা যাচ্ছে।

‘আমরা ওপর তলা পর্যন্ত গিয়েছিলাম। ওপর তলায় কোনো আহত-নিহত নেই। যদিওবা কেউ থাকে, তারা হয়তো বের হয়ে গেছে। কিন্তু আহতরা ঢাকা মেডিক্যালে গিয়েছে, আমরা আসার আগেই গিয়েছে। আমরা ডেব্রিসগুলো সরাচ্ছি, যদি কেউ আহত বা নিহত থাকে, তাদের বের করতে আমরা কাজ করছি।’

এটি নাশকতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘আপনারা জানেন দুটো বাস ছিল এখানে…এটা অনেক বড় একটা বিস্ফোরণ।

‘আমরা জিনিসটা দেখছি। এটা গ্যাস থেকেও বিস্ফোরণ হতে পারে বা নাশকতাও হতে পারে। আমরা তদন্ত সাপেক্ষে এটা বলতে পারব।’

তিনতলা ভবনটির বিপরীতে রয়েছে বিশাল সেন্টার ও আড়ংয়ের একটি আউটলেট। আড়ংয়ের আউটলেট অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিভাগের আরো খবর