রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে আহতদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে আরও ৪০ জনের।
চারজনের মৃত্যুর খবর নিউজবাংলাকে নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন। তিনি বলেন, ‘ঘটনার পর আমরা চারজনকে রিসিভ করেছি। তাদের মৃত অবস্থায় আনা হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।’
ঢাকা মেডিক্যালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল খান নিউজবাংলাকে জানান, হাসপাতালের জরুরি বিভাগে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৪০ জনকে ভর্তি করা হয়েছে। তাদের অধিকাংশের মাথায় আঘাত রয়েছে। অনেকে হাত, পা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার ওয়্যারলেস এলাকার আড়ংয়ের শোরুম ও রাশমনো হাসপাতালের মাঝামাঝি গলিতে এ বিস্ফোরণ ঘটে। এর ফলে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালান ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনতলা একটি ভবনের নিচতলার শর্মা হাউস নামের রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এর ফলে ভবনের বিদ্যুতের জেনারেটরেও বিস্ফোরণ ঘটে। এ সময় রাস্তায় যানজটে আটকে থাকা তিনটি বাসসহ কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শী গাড়িচালক মো. মিঠু নিউজবাংলাকে বলেন, ‘বিস্ফোরণটি বিকট শব্দের ছিল। আগুনের ঝলকানিও দেখছি। অনেকে আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাদের হাসপাতালে নিতে দেখেছি।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ ১৩টি ইউনিট কাজ করছে।’