বিপুল পরিমাণে চোরাই মোবাইল ফোন ও ইলেকট্রনিকস ডিভাইস উদ্ধারসহ মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনকারী এবং চোরাই মোবাইল ফোন কেনাবেচা চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আটক ব্যক্তিরা হলেন সুজারক সুজন, মো. আসাদুজ্জামান ও আকাশ শাহরিয়ার।
শনিবার দুপুর ১২টার দিকে রমনার সিদ্ধেশ্বরী আনারকলি সুপার মার্কেট থেকে তাদের আটক করা হয়।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক হওয়া এই তিন ব্যক্তি ঢাকাসহ দেশে বিভিন্ন জেলা থেকে আসা চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করাসহ চোরাই মোবাইল ফোন কেনাবেচা করেন। তারা বিশেষ ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে যেকোনো মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করতে পারেন। এই কারণে চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ অপরাধীদের গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য।
অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-পূর্ব সিআইডির একটি বিশেষ টিম রমনার সিদ্ধেশ্বরীর আনারকলি সুপার মার্কেটের চতুর্থ তলার ‘মোবাইল কেয়ার’ নামের দোকান থেকে আট লাখ টাকার চোরাই মোবাইল ও ইলেকট্রনিকস ডিভাইসসহ তিনজনকে আটক করে।’
তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।