বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাটডাউনের আগে সড়কে যানজট

  •    
  • ২৬ জুন, ২০২১ ১৬:৩২

ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার তানভীর রহমান বলেন, ‘শুক্রবারের তুলনায় আজকে বেশি যানবাহন চলছে সড়কে। রাস্তা কেটে কাজ চলার কারণে রামপুরার কয়েকটি জায়গায় গাড়ি ধীরে চলছে। যার প্রভাব অন্যান্য সড়কগুলোতেও পড়ছে।’

ব্যক্তিগত গাড়িতে করে শনিবার দুপুর ১২টার দিকে বিশ্বরোড থেকে রামপুরার উদ্দেশে রওনা দেন ব্যবসায়ী রফিকুল ইসলাম। যানজট পেরিয়ে আড়াই ঘণ্টা পর গন্তব্যে পৌঁছান তিনি।

করোনাভাইরাসের সংক্রমণরোধে সোমবার থেকে সারাদেশ জুড়ে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। একে অভিহিত করা হচ্ছে শাটডাউন নামে।

এমন পরিস্থিতিতে অনেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকেই। ধারণা করা হচ্ছে, ঘরমুখী মানুষের চাপে যানজট কিছুটা বেড়েছে। তবে বিষয়টি নিশ্চিত করেননি ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

শনিবার বাড্ডা এলাকায় সড়ক দুর্ঘটনা ও রিকশাচালকদের সড়ক অবরোধের কারণে যানজট ছিল বলে জানিয়েছেন গুলশান ট্রাফিক জোনের সহকারী কমিশনার নিউটন দাস।

মিরপুরে সড়কে আটকে আছে যানবাহন। ছবি: সাইফুল ইসলাম

বিকেল ৩টার দিকে তিনি বলেন, ‘এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত যানজট ছিল।’

এদিকে রামপুরা এলাকায় রাস্তা কেটে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কাজ চলছে বলে যানবাহন কিছুটা ধীরে চলছে বলে জানান রামপুরা ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার তানভীর রহমান।

তিনি বলেন, ‘শুক্রবারের তুলনায় আজকে বেশি যানবাহন চলছে সড়কে। রাস্তা কেটে কাজ চলার কারণে রামপুরার কয়েকটি জায়গায় গাড়ি ধীরে চলছে। যার প্রভাব অন্যান্য সড়কগুলোতেও পড়ছে।’

বিজয় সরণী এলাকায় তীব্র যানজটের কথা জানান সাইমা শেখ আলম নামে একজন যাত্রী। তবে তেজগাঁও এলাকায় যানজট পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তেজগাঁও ট্রাফিক জোনের সহকারী কমিশনার কাজী মিজানুর রহমান।

বিজয় সরণি এলাকায় আটকে থাকা যানবাহনের সারি। ছবি: রাফসান জানি

ধানমন্ডি এলাকায় যানবাহনের বাড়তি চাপ রয়েছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।

ধানমন্ডি ট্রাফিক জোনের সিনিয়র সহকারী কমিশনার জাহিদ বলেন, ‘পান্থপথের তিনটি বড় হাসপাতাল থাকায় শ নিবারে রোগীদের চাপ থাকে, যার প্রভাব আশপাশের সড়কগুলোতেও পড়ে।’

তিনি বলেন, ‘মিরপুর সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। তবে আজকে গাড়ির চাপ কিছুটা বেশি।’

এ বিভাগের আরো খবর