করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করতে পার্শ্ববর্তী চার জেলাসহ সাত জেলায় চলছে ৯ দিনের লকডাউন। সড়কপথে বন্ধ বাসসহ সব ধরনের গণপরিবহন। তবে লকডাউনের অন্যান্যবারের মতো এবারও থেমে নেই মানুষের বাড়ি ফেরা।
রাজধানীর অন্যতম ব্যস্ত বাস টার্মিনাল গাবতলীতে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি বাসও ছাড়তে দিচ্ছে না। এমনকি সাভারের বাসগুলোর চলাচলও আটকে দেয়া হচ্ছে। সেখান থেকে ঘরমুখী মানুষের হাঁটা শুরু। তবে হেমায়েতপুর থেকে ভিন্ন চিত্র। চলছে বাস। ওই পর্যন্তই হেঁটে যাচ্ছে মানুষ।
গণপরিবহন চলাচলের সীমাবদ্ধতা না জেনে যাত্রা করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন অনেকে।
সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যাবেন এক নারী। তার মেয়ের বাচ্চা হয়েছে। বাচ্চা দুই দিন ধরে আইসিইউতে। মেয়ের কাছে যাবেন বলে বাসা থেকে বের হন ওই নারী। হেলপার জানিয়েছিলেন বাস সাভার পর্যন্তই যাবে। বাসটি গাবতলী আসতেই থামিয়ে দেয় ট্রাফিক পুলিশ। তারা জানান, লকডাউনের মধ্যে বাস চলাচলের সীমানা গাবতলী পর্যন্তই।
মেয়ের কাছে যাওয়ার কোনো উপায় না দেখে কেঁদে ফেলেন ওই নারী। পরে এক সাংবাদিকের সহায়তায় তাকে ট্রাফিক পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়। বলা হয়, যদি কোনো সুযোগ থাকে তাকে পৌঁছে দিতে।
সাত জেলায় লকডাউনে সড়কে বাস ও অন্যান্য পরিবহন কীভাবে চলবে, এ বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য না থাকায় রাজধানীর প্রতিটি মহাসড়কের প্রান্তেই একই চিত্র দেখা গেছে।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকাকে সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। রাজধানীর পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জে মঙ্গলবার থেকে শুরু হয় কঠোর লকডাউন। পাশাপাশি মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ীতেও একই অবস্থা চলছে, যা থাকবে ৩০ জুন পর্যন্ত।
সরকার থেকে জানানো হয়, সাত জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে লকডাউনের সময়টায়। শুধু পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহনে বিধিনিষেধ থাকবে না।
এমন নির্দেশনা বুঝে উঠতে পারছেন না অনেকেই। সকাল থেকে ঢাকার গাবতলী হয়ে সাভার, নবীনগর পর্যন্ত চলতে দেখা গেছে নগর পরিবহন। হুট করে দুপুরের দিকে বন্ধ করে দেয়া হয় এসব।
গাবতলীতে বসানো হয় চেকপয়েন্ট। তাতেই সেখানে বাধে বিপত্তি। কয়েক ঘণ্টার মধ্যেই ওই পয়েন্টে দেখা যায় সাভারগামী মানুষের ভিড়। কেউ যেতে পারছেন না।
অন্যদিকে লকডাউনের সাত জেলা ছাড়া অন্য জেলার মানুষদেরও দেখা গেছে গাবতলীর বাস টার্মিনালে। তারা ভেবেই নিয়েছিলেন, বাস হয়তো লকডাউনের জেলায় না থেমে চলবে।
মঙ্গলবার দুপুরের দিকে গাবতলীতে দেখা যায়, সব বাসের কাউন্টারে তালা ঝুলছে। টার্মিনালের ভেতরে কোনো যাত্রী বা ভিড় না থাকলেও আশপাশের রাস্তায় মানুষের উপস্থিতি ক্রমেই বাড়ছিল।
নুরুননবী এসেছেন ঢাকায় পরীক্ষা দিতে। পরীক্ষা শেষে নিজ জেলা গাইবান্ধায় ফিরে যাবেন বলে গাবতলী আসেন। তবে কাউন্টার বন্ধ থাকায় বিপাকে পড়েন তিনি।
নিউজবাংলাকে নুরুননবী বলেন, ‘আমি কাল মধ্যরাতে দেখি লকডাউন দিয়েছে। তবে সাত জেলার কথা শুনে ভেবেছি যেতে পারব। এখন পরিস্থিতি ভিন্ন।’
কীভাবে যাবেন এখন, এই প্রশ্নের উত্তর তার জানা নেই। আমিনবাজার ব্রিজে ব্যাগ কাঁধে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন তিনি। বললেন, ‘ব্রিজ পার হয়ে দেখি কোনো উপায় পাওয়া যায় কি না।’
একই সমস্যায় পড়েছেন আবুল বাশার। ঢাকায় খালাতো ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। লকডাউন শুনে ভোরেই বের হয়েছেন নিজ জেলা সিরাজগঞ্জে ফিরে যেতে। তবে গাবতলী এসে আটকে যেতে হয় তাকে। কাছে খুব বেশি টাকাও নেই যে ঢাকায় আরও কিছুদিন থাকবেন।
এমন ভোগান্তি পথে পথে। আর এতে পেয়ে বসেছেন রিকশাওয়ালারা। আমিনবাজারের ছোট ব্রিজ মালামাল নিয়ে পার হতেও ভাড়া কয়েক গুণ বেশি হাঁকাচ্ছেন তারা। সামান্য ব্রিজ পার হতে এক রিকশাওয়ালা ২৫০ টাকা চাইলেন এই প্রতিবেদকের কাছে, না হলে তিনি যাবেন না।
সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে ঢাকার আশপাশের উপজেলাগুলোর মানুষদের। সাভার, নবীনগর, ধামরাই যাবেন এমন মানুষের সংখ্যা বেশি গাবতলীর আমিনবাজার ব্রিজে।
খাইরুননেছা যাবেন সাভার নয়ার হাটে। অগ্রদূত পরিবহনে উঠেছিলেন। সেই গাড়িতে এই প্রতিবেদক ছিলেন। টেকনিক্যাল থেকে বলা হয় সাভার যাবে, তবে গাবতলী এসেই লম্বা জ্যাম। হেলপার খবর নিয়ে জানান, গাড়ি যাবে না।
বৃদ্ধ খাইরুনেছা যেন হতবাক। বৃষ্টি, রাস্তায় কাদা আর গাড়ির জ্যাম ঠেলে কীভাবে সাভার যাবেন, তিনি নিজেও জানেন না। কিন্তু তাকে যে যেতেই হবে।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘বাবারে আমি মূর্খ মানুষ তাই তো এগুলান বুঝি নাই। আমারে কইল যাবে এহন নামায় দিল।’ কথাগুলো বলতে বলতে ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন খাইরুন।
চেকপয়েন্টে থাকা ট্রাফিকের সহকারী উপপরিদর্শক (টিএসআই) পরিমল চন্দ্র পাল নিউজবাংলাকে বলেন, ‘আমাদের বলা হয়েছে বাস এখানেই থামিয়ে দিতে। শুধু পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবার গাড়ি চলবে।’
পরিমল জানান, ঢাকা থেকে কোনো গাড়ি আমিনবাজার ব্রিজ পার হবে না। আবার ব্রিজ পার হয়ে কোনো গাড়ি ঢাকাতেও ঢুকবে না।
তবে অনেকেই এর মধ্যে চেষ্টা করছেন মিনিবাস বা পিকআপে করে যেতে। কোনো রকম চেকপোস্টের চোখ ফাঁকি দিলেই সেটা সম্ভব হচ্ছে।
এ বিষয়ে পরিমল বলেন, ‘আমাদের চোখে মানুষসহ যেসব গাড়ি পড়ছে, আমরা তা যাচাই-বাছাই করছি। এখানে মাঝে মাঝে জ্যাম লেগে যায়। সেটি নিয়ন্ত্রণ করতে অনেক সময় চোখের আড়ালে ছোট পিকআপ বা মিনিবাস পার হয়ে যাচ্ছে। তবে বেশি দূর যেতে পারবে না। কারণ, ওই পারেও চেকিং হবে।’
সকালে বাস মালিক সমিতির দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম বলেন, ‘দূরপাল্লার গাড়ির ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত মেনে নেয়া ছাড়া কোনো গতি নেই। এ সিদ্ধান্ত সবার ভালোর জন্য দেয়া হয়েছে।’