রাজধানীর কদমতলীতে একই পরিবারের মা, বাবা ও বোনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার মেহজাবিন ইসলাম মুনের স্বামী শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
সোমবার মামলাটির তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পুলিশ পরিদর্শক জাকির হোসাইন (নিরস্ত্র) আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের হেফাজতে নিতে আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে রোববার মেহজাবিনকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেয় আদালত।
এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে কদমতলী থানার পুলিশ।
ওই ঘটনায় তাদের মেয়ে মেহজাবিন মুনকেও গ্রেপ্তার করে পুলিশ।
নিহতরা হলেন- মাসুদ রানা, তার স্ত্রী জোসনা ওরফে মৌসুমী এবং তাদের কন্যা জান্নাত।
মামলার বিবরণ থেকে জানা যায়, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড।
পরিবারের সদস্যদের প্রতি প্রচণ্ড ক্ষোভ ছিল মেহজাবিনের। বিশেষ করে বোন জান্নাতুলের সঙ্গে মেহজাবিনের স্বামী শফিকুলের অনৈতিক সম্পর্ক রয়েছে বলে তার সন্দেহ ছিল।
এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল তার।
বিষয়টি মা-বাবাকে বলার পরও কোনো লাভ হয়নি। উল্টো মায়ের সঙ্গে ঝগড়া হয় মেহজাবিন মুনের।