বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির নিউজবাংলাকে জানান, শনিবার এই কিশোর নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। সেটা তদন্ত করতে গিয়ে আজ বিকেলে মরদেহের সন্ধান পাওয়া যায়।
রাজধানীর বংশালে একটি নির্মাণাধীন ভবন থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আগামসি লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয় রোববার বিকেলে। পুলিশ বলছে, মরদেহটির গলায় রশি প্যাঁচানো ছিল। নিহতের নাম ইমন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির নিউজবাংলাকে জানান, শনিবার এই কিশোর নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। সেটা তদন্ত করতে গিয়ে আজ বিকেলে মরদেহের সন্ধান পাওয়া যায়।
ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক টিম আলামত সংগ্রহ করছে। সেই সঙ্গে হত্যায় জড়িতদের আটকে পুলিশ কাজ করছে বলে জানান ওসি শাহিন ফকির।