রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর সড়কে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বশির উদ্দিন তালুকদার। তিনি কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগে।
বশিরের বাড়ি পটুয়াখালীর দুমকিতে। তিনি ঢাকায় কোথায় থাকতেন, তা জানা যায়নি।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন নিউজবাংলাকে জানান, বশির মিরপুর জোনের সহকারী কমিশনারের গাড়িচালক হিসেবে দায়িত্বে ছিলেন। দায়িত্ব শেষে বাইসাইকেলে চড়ে বাসায় ফেরার পথে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের উল্টো পাশের সড়কে কোনো বাস বা ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন।
এসআই আরও জানান, দুর্ঘটনার পর বশিরকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বশিরের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, কোন বাস বা ট্রাকের চাপায় কনস্টেবল বশির মারা গেছেন, তা শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। নিহত ব্যক্তির ভাইয়ের সঙ্গে পুলিশের যোগাযোগ হয়েছে। তিনি আসার পর মামলাসহ অন্য ব্যবস্থা নেয়া হবে।