চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি তুহিন সিদ্দিকী অমির দক্ষিণখানে রিক্রুটিং এজেন্সির অফিসে অভিযান চালিয়ে শতাধিক পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। সেখান থেকে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
দক্ষিণখান থানায় অমিসহ তিনজনের বিরুদ্ধে বুধবার পাসপোর্ট আইনে মামলা করেছে সাভার থানা পুলিশ।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উত্তরা বিভাগের পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তার অফিসে অভিযান চালিয়ে বিভিন্নজনের ১০২টি পাসপোর্ট, কিছু ব্ল্যাঙ্ক স্ট্যাম্প, ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
অমির ওই অফিসে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ছিল বলে জানান ডিসি।
তিনি বলেন, ‘দুটি জায়গায় অভিযান ছিল। এক জায়গায় কিছু পাওয়া যায়নি। পাসপোর্ট ও অন্য জিনিস দক্ষিণখানের অফিস থেকে পাওয়া গেছে।’
মামলায় অমিসহ তিনজনকে আসামি করা হয়েছে। বাকি দুজন অমির অফিসের কর্মচারী বাছির ও মশিউর। তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিসি সাইফুল ইসলাম।
ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ১৪ জুন পরীমনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত পরিচয় হিসেবে মামলা করেন।
এ ছাড়া রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অমিসহ পাঁচজনকে আসামি করে আরেকটি মামলা হয় মঙ্গলবার। মামলায় অন্য আসামিরা হলেন নাসির উদ্দিন, নাজমা আমিন বৃষ্টি, লিপি আক্তার ও সুমি আক্তার।