রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে ওঠা কিশোর গ্যাং সদস্যদের খুঁজে বের করে ‘প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা’ গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
মঙ্গলবার ডিএমপি হেডকোয়ার্টারে পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্সে উপস্থিত কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি। এছাড়া বিভিন্ন থানা এলাকার ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তার ও ছিনতাইয়ের ঘটনায় করা মামলা তদন্তে গুরুত্ব দিয়েছেন ডিএমপি কমিশনার।
বৈঠকে উপস্থিত একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে আলাপ করে এ সব তথ্য জানা গেছে।
তারা আরও জানান, ঢাকা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা ও অপরাধ কর্মকাণ্ডের ‘ডিটেকশন’ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও কিশোর গ্যাং ও তাদের কর্মকাণ্ড নিয়ে পুলিশকে আরও সতর্ক হওয়ার নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার।
পুলিশ কর্মকর্তারা জানান, সম্প্রতি পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাইসহ বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনায় করা মামলা তদন্তে জোর দিতে বলেছেন তিনি।
ডিএমপি কমিশনার রাজধানীতে টানা পার্টি ও মলম পার্টির সদস্যদের শনাক্তের পাশাপাশি ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেছেন। কোথায় কোথায় ব্যাটারি চার্জ দেয়া হয় সেসব জায়গাও চিহ্নিত করতে বলেছেন তিনি।
এ প্রসঙ্গে ডিএমপির জনসংযোগ শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফতেখাইরুল ইসলাম নিউজবাংলাকে জানান, করোনাকালে গত চার মাসে ডিএমপির মাসিক কনফারেন্স হয়নি। এই সময়ের অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা তদন্তে যারা কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন তাদেরকে কমিশনারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। চুরি, ছিনতাই চক্র, কিশোর গ্যাং ও চাঞ্চল্যকর মামলার তদন্ত নিয়ে আলোচনা করে বিভিন্ন গাইডলাইন দিয়েছেন ডিএমপি কমিশনার।
সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ডিএমপি কমিশনারের নেতৃত্বে অনুষ্ঠিত ক্রাইম কনফারেন্সে পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মহানগরীর সব থানার ওসি উপস্থিত ছিলেন।