রাজধানীর আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।
আটক ব্যক্তির নাম রবিউল ইসলাম।
সোমবার গভীর রাতে তাকে আটক করে র্যাব-৪।
র্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র নিয়ে কয়েকজন সন্ত্রাসী আশুলিয়া শিমুলিয়া এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে রবিউলকে আটক করে।
অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রবিউল অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিলেন। তিনি মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস করত না।
রবিউলকে থানায় নেয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।