আওয়ামী লীগ নয়, বিশেষ মহলের স্বার্থে পুতুল সরকার দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব নিপুণ রায় চৌধুরীর মুক্তির দাবিতে সংগঠনটি এই প্রতিবাদ সমাবেশ করে।
মির্জা আব্বাস বলেন, একটা পুতুল সরকার বসা আছে, তারাই দেশ চালাচ্ছে। বিশেষ মহল একত্রিতভাবে নিজেদের গা বাঁচানোর জন্য পুতুলটিকে টিকিয়ে রেখেছে। আমার বারবার মনে হয়, এ দেশ সম্ভবত আওয়ামী লীগ চালাচ্ছে না।
তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে। সরকার-ঘনিষ্ঠ এমন কোনও সংস্থা, প্রতিষ্ঠান, ব্যক্তি নেই, যারা চুরি-ডাকাতি-লুট করেনি। পি কে হালদারের মতো বহু বেসরকারি এবং সরকারি কর্মচারীরা বাংলাদেশের টাকা লুট করেছে। তারা দেশে অবস্থান করছে আর তাদের সন্তানদের পাঠিয়ে দিয়েছে বিদেশে।
মির্জা আব্বাস বলেন, লুটপাটকারীদের বিচার হবে। খুন, লুট, গুম সবকিছুর বিচার হবে। যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তাদের বিচার হবে। সেই বিচারের ভয়েই বিশেষ গোষ্ঠী সরকারকে টিকিয়ে রেখেছে।
ফোরামের সদস্য মীর সরাফত আলী সপুর সভাপতিত্বে ও আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, বিএনপি নেতা শিরিন সুলতানা, আজিজুল বারী হেলাল, আফরোজা আব্বাস, আবদুস সালাম আজাদ, আবদুল কাদির ভূঁইয়া জুয়েলসহ নেতারা।