রাজধানীর মতিঝিলে ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী ব্যক্তিদের আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে ‘অপহরণকারী চক্রের’ দুই সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র্যাব।
এরা হলেন অপহরণ ও ছিনতাই চক্র মোল্লা গ্যাংয়ের নয়ন মোল্লা ও শহিদুল ইসলাম।
সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে তাদের বিদেশী অস্ত্রসহ আটক করে র্যাব-১০।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল পার্ক এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার ও তিন রাউন্ড এ্যামুনেশনসহ মোল্লা গ্যাংয়ের দুই জন অবৈধ অস্ত্রধারী সদস্যকে আটক করা হয়েছে। এসময় একটি সুইজ গিয়ার চাকু, এক জোড়া হাতকরা, একটি দড়ি, তিনটি মোবাইল ফোন ও দুই হাজার ৬৬০ টাকা জব্দ করা হয়।
এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, আটককৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন ধরে মতিঝিল, দিলকুশা ও পল্টন এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় ব্যাংক থেকে মোটা অংকের টাকা উত্তোলনকারী ব্যক্তিদেরকে চিহ্নিত করতো। তারা ডিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার ভুয়া পরিচয় দিয়ে টাকা উত্তোলনকারী ব্যক্তিদের অপহরণ করত। এর পর তাদের টাকা ছিনিয়ে নিয়ে ফাঁকা রাস্তার পাশে ফেলে দিয়ে পালিয়ে যেত।
আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।