বিশেষ পদ্ধতিতে তৈরি গাঁজার কেকসহ গ্রেপ্তার তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদেশ দিয়েছে আদালত।
রোববার শুনানি শেষে ঢাকার মুখ্যমহানগর আদালতের (সিএমএম) হাকিম বেগম মাহমুদা আক্তার এ আদেশ দেন।
কারাগারে যাওয়া শিক্ষার্থী তিনজন হলেন: কাফিল ওয়ারা রাফিদ, কাজী রিসালাত হোসেন ও সাইফুল ইসলাম।
দুইদিনের রিমান্ড শেষে মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ রমনা জোনাল টিমের এসআই জুলহাস উদ্দিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামি পক্ষে জামিন চেয়ে শুনানি করেন সাফিয়া আরা মিনা ও আবু সায়েম। রাষ্ট্র পক্ষে মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মনিরুজ্জামান মন্ডল জামিনের বিরোধিতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে আসামিদের কারাগারে প্রেরণ করেন বিচারক।
গত বৃহস্পতিবার তাদের দুইদিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত। আগের দিন সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন রাজধানীতে একাধিক চক্র গাঁজার নির্যাস দিয়ে কেক বানিয়ে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছে। এই তথ্যের ভিত্তিতে তারা গত বুধবার বিকালে মোহাম্মদপুরের শাহাজাহান রোডের একটি জায়গা থেকে প্রথমে রাফিদ ও সাইফকে আটক করা হয়।
এসময় তাদের কাছে প্রায় ১৮টি গাঁজার কেক পাওয়া যায়। তারা সেগুলো ডেলিভারি দিতে যাচ্ছিল।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পল্টন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রিসালাত হোসেনকে ১২পিস গাঁজার কেকসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিন জনই মাদকাসক্ত বলে স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।