কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক মো. আনোয়ার বলেন, বিকেলে খিলগাঁও রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে ইউসুফের মৃত্যু হয়। প্রথমে তার পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে তার আত্মীয়রা থানায় আসেন।
রাজধানীর খিলগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. ইউসুফ নামের এক ব্যক্তি মারা গেছেন। ইউসুফের বাড়ি বরিশাল। তিনি পেশায় একজন গাড়িচালক।
রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক মো. আনোয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেলে খিলগাঁও রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে ইউসুফের মৃত্যু হয়। প্রথমে তার পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে তার আত্মীয়রা থানায় আসেন।
উপপরিদর্শক মো. আনোয়ার বলেন, সোমবার ইউসুফের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।