রাজধানীর কেরানীগঞ্জে ১২ বছরের এক পথশিশুকে ধর্ষণ এবং অমানবিক নির্যাতনের অভিযোগে টাইগার ছিদ্দিককে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ মনু মিয়ার ঢাল এলাকায় অভিযান তাকে গ্রেপ্তার করে র্যাব-১০।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে টাইগার ছিদ্দিক পথশিশু ভিকটিমকে ভিকটোরিয়া পার্ক থেকে চাকু দিয়ে ভয় দেখিয়ে তুলে নিয়ে যায়। এর পরে তাকে ধর্ষণ ও আমানুষিক নির্যাতন করে।
এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, এই ঘটনায় ভিকটিম নিজে কেরানীগঞ্জ মডেল থানায় শুক্রবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।
তাছাড়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১০ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
গ্রেপ্তারের বর্ণনা দিয়ে এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিজানিক দল কেরানীগঞ্জ মনু মিয়ার ঢাল এলাকায় অভিযান চালিয়ে টাইগার ছিদ্দিককে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাইগার ছিদ্দিক ভিকটিমকে ধর্ষণ ও নির্যাতন করার কথা স্বীকার করেছেন। তাকে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।