করোনাকালে ‘আমার স্বাস্থ্য, আমার সুরক্ষা’র আওতায় শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানার শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে বিনামূল্যে ফুলবডি হেলথ চেক-আপ সেবা দিয়েছে উদ্দীপন-প্রোব হেলথকেয়ার।
উদ্দীপনের দেশব্যাপী কর্মী ও সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে যাত্রা শুরু হয়েছিলো উদ্দীপন-প্রোব হেলথকেয়ারের। ‘আমার স্বাস্থ্য আমার সুরক্ষা’র আওতায় উদ্দীপনের সব কর্মীকে একটি স্বাস্থ্য কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।
চিকিৎসকদের পরেই করোনার সম্মুখযোদ্ধা হিসেবে পুলিশ বাহিনী ও মিডিয়া কর্মীরা কাজ করছেন। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উদ্দীপন-প্রোব হেলথকেয়ার পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্যায়ে ঢাকার বিভিন্ন থানায় কর্মরতদের বিনামূল্যে ফুলবডি হেলথ চেক-আপ করা হবে। এই কার্যক্রম পর্যায়ক্রমে দেশব্যাপী সব থানায় পরিচালিত হবে।
একই সঙ্গে সংবাদ মাধ্যম কর্মীদের জন্যও এই সেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
মোহাম্মদপুর থানায় স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ। তিনি ‘আমার স্বাস্থ্য, আমার সুরক্ষা’ কর্মসূচির প্রশংসা করেন।
প্রোব অ্যাডভান্সড ডায়াগনস্টিক ও ক্লিনিক্যাল রিসার্চ ল্যাবরেটরির ব্যবস্থাপনা পরিচালক বিজয় কুমার দাস জানান, উদ্দীপন-প্রোব হেলথকেয়ারে সিএমসির (খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ, ভেলোর, ভারত) মাধ্যমে মান নিয়ন্ত্রণ করে সব রকম পরীক্ষা-নীরিক্ষা করা হয়। গ্রাহকদের উচ্চমান সম্পন্ন স্বাস্থ্যসেবা দেয়ার অঙ্গীকার করেন তিনি।