বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রূপায়ণের আগুন পার্লার থেকে

  •    
  • ৫ জুন, ২০২১ ২০:১০

উইমেন্স ওয়ার্ল্ড পার্লারের জেনারেল ম্যানেজার তসলিম আরিফ বলেন, ‘কিছুক্ষণ বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ আসার পর পার্লারের পেছন দিকে আগুন দেখা যায়, যা ছিল ওয়্যারগুলোতে। পরে আগুন বেড়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ তাৎক্ষণিকভাবে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন শুধুমাত্র পেছনের অংশে ছিল, সামনে আসতে পারেনি।’

রাজধানীর কাকরাইলের রূপায়ণ করিম টাওয়ারের আগুন ভবনের একটি বিউটি পার্লার থেকে। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে ২০ তলা ভবনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

আবাসিক-বাণিজ্যিক মিশেলের রূপায়ণ করিম টাওয়ারের কার্যক্রম প্রতিদিনের মতোই স্বাভাবিক ছিল শনিবারও। হঠাৎ আগুন আগুন চিৎকার ওঠে।

ভবনের নিচ তলায় উইমেন্স ওয়ার্ল্ড পার্লারের কর্মীরা জানান, পার্লারের পেছনের দিকে হঠাৎ করেই বৈদ্যুতিক তারে আগুন দেখতে পান তারা। এ সময় বেশ কয়েকজন কাস্টমারও ছিল পার্লারের ভেতরে। আগুন দেখতে পেয়ে কাস্টমার ও পার্লারের অন্যান্য কর্মীদের বের করে আনা হয়। তাৎক্ষণিকভাবে ফায়ারসার্ভিস ও পুলিশকে খবর দেয়া হয়।

ফায়ারসার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, তারা দুপুর ২টা ৫৫ মিনিটে রূপায়ণের করিম টাওয়ারে আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তিনটি ইউনিট। এরপর আরও তিনটি ইউনিট বাড়ানো হয়। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনে উইমেন্স ওয়ার্ল্ড পার্লারের অনেক যন্ত্রপাতির ক্ষতি হয়েছে। ছবি: নিউজবাংলা

আগুন নেভানোর পর ভবনটিতে ঢুকে দেখা যায়, বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উইসেন্স ওয়ার্ল্ড পার্লারের পেছনের অংশের কক্ষটি। কয়েকটি এসি ও আসবাব পুড়ে গেছে। আগুন নেভানোর কাজ করতে গিয়ে ভিজে নষ্ট হয়েছে আরও বেশ কিছু যন্ত্রপাতি।

পার্লারের জেনারেল ম্যানেজার তসলিম আরিফ নিউজবাংলাকে বলেন, ‘কিছুক্ষণ বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ আসার পর পার্লারের পেছন দিকে আগুন দেখা যায়, যা ছিল ওয়্যারগুলোতে। পরে আগুন বেড়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ তাৎক্ষণিকভাবে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন শুধুমাত্র পেছনের অংশে ছিল, সামনে আসতে পারেনি।’

পার্লারে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি বলে জানান প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার। তিনি বলেন, ‘আমাদের এসি, ফার্নিচার ও অন্যান্য ইলেক্ট্রিক যন্ত্রপাতি নষ্ট হয়েছে। আগুন লাগার সময় পার্লারে বেশ কয়েকজন গ্রাহক ছিলেন। পার্লারের কর্মী ও গ্রাহকদের নিরাপদে বের করা গেছে।’

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বে থাকা কর্মকর্তা লিমা খানম নিউজবাংলাকে বলেন, ‘আগুনে কোনো আহত ও নিহতের ঘটনা ঘটে নাই। আগুনের সুত্র ও উৎস তদন্তাধীন রয়েছে।’

এ বিভাগের আরো খবর