গত মঙ্গলবারের মুষলধারে বৃষ্টির পর শনিবার প্রায় এক ঘণ্টা বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে।
সকাল ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত হওয়া এ বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি না হলেও ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামীদের।
প্রস্তুতি না নিয়ে অফিসের উদ্দেশে বের হওয়ায় বৃষ্টিতে আটকে থাকতে হয়েছে অনেককে।
সড়কে মানুষের তুলনায় স্বল্পসংখ্যক যানবাহন থাকায় অনেকেই বৃষ্টিতে ভিজেই অফিসে গেছেন।
আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এর ফলে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।