রাজধানীর হাজারীবাগে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের পিস্তলের গুলিতে মামুন নামের এক ব্যক্তি আহত হয়েছেন।
এ ছাড়া হামলায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন মামুনের ভাই সুমন এবং আত্মীয় ফরিদা বেগম। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে হাজারীবাগ শিকারীটোলা মোড়ে এই গুলির ঘটনা ঘটে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিকেল পাঁচটার দিকে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘এক পক্ষ অপর পক্ষের কাছে জমি বিক্রি করেছিল। আজ জমি দখল নিয়ে ঝামেলা হয়। একপর্যায়ে যিনি জমি কিনেছেন, সেই পক্ষ থেকে গুলি চালানোর অভিযোগ পেয়েছি। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’
ওসি বলেন, ‘কে বা কারা গুলি চালিয়েছে, তা আমরা তদন্ত করে শনাক্তের চেষ্টা করছি।’
আহত সুমন নিউজবাংলাকে বলেন, তার ছোট ভাই মামুন মুদি দোকানি। হাজারীবাগ গজমহলে তাদের বাসা। তাদের বাপ-চাচাদের তিনজনের চার কাঠা জায়গা রয়েছে সেখানে। তিনজনের জমি দুই চাচা আলী আকবর ও আলী আহামদ এক কাঠা করে দুই কাঠা হাসেম মোল্লা নামের একজনের কাছে বিক্রি করে দেন।
তিনি আরও বলেন, ‘তবে যাদের কাছ থেকে কিনেছেন, তাদের জায়গা দখল না নিয়ে আমাদের জায়গা জোর করে দখল নিতে চাচ্ছিল হাসেম মোল্লার লোকজন। ওদের দখলে বাধা দেয়ায় আমাদের ওপর আক্রমণ করা হয়। গুলি ছুড়েছে হাসেম মোল্লার সন্ত্রাসীরা।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ‘মামুনের ডান হাতে গুলি লেগেছে।’