প্রস্তাবিত বাজেটে গার্মেন্টসসহ সব শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ দেয়ার দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক ফন্ট।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্রন্টের বিক্ষোভ কর্মসূচী থেকে এ দাবি জানানো হয়।
বিক্ষোভ কর্মসূচীতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন, গতকাল জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকরা উৎপাদনের চাকা সচল রাখায় অর্থনীতির প্রবৃদ্ধি হচ্ছে। অথচ শ্রমিকের আয় কমেছে। প্রায় ৫২ শতাংশ শ্রমজীবী মানুষ আয় কমে যাওয়ায় তাদের দৈনিক খাদ্য ব্যয় কমাতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, শ্রমিকদের শ্রম অধিকারের সংকোচন, অর্থনৈতিক বৈষম্য, দরিদ্র শ্রমজীবী মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মত সংকট নিরসনের কোনো সুনির্দিষ্ট উদ্যোগ উত্থাপিত বাজেটে প্রতিফলিত হয়নি।
গার্মেন্টস শ্রমিক ফন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল বলেন, জীবনের ঝুঁকি নিয়ে, পরিবহন ছাড়া মাইলের পর মাইল পায়ে হেঁটে যে গার্মেন্টস শ্রমিকরা করোনার মধ্যে উৎপাদন আর রপ্তানির চাকা সচল রাখল অথচ বাজেটের আকার বাড়লেও এই শ্রমিকদের ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ, অসুস্থতায় চিকিৎসার নিশ্চয়তা কিংবা স্বল্পমূল্যে আবাসনের ব্যবস্থা করার জন্য বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয়নি।
বিক্ষোভ কর্মসূচীতে বক্তারা গার্মেন্টসসহ সকল শ্রমিকদের জন্য ‘আর্মি রেটে’ রেশন, বিনামূল্যে চিকিৎসা, স্বল্পমূল্যে আবাসন নিশ্চিত করতে বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দের দাবি জানান।
সংগঠনের সভাপতি আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, রুহুল আমিন সোহাগ, মোহাম্মদ সোহেল, আনোয়ার খান, নুর হোসেন সর্দার, কামাল হোসেনসহ আরও অনেকে।